ঢাকা: রাফায়েল বেনিতেজের বিদায়ী ম্যাচটি জয় দিয়ে উদযাপন করতে পারল না নাপোলি। ল্যাজিওর বিপক্ষে ৪-২ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে খেলার সুযোগটাও হাতছাড়া করলো হিগুয়েইন-হামসিকরা।
অবশ্য শেষ হাসিটা হাসতে পারত নাপোলি। ২-২ গোলে সমতা থাকা অবস্থায় ৭৬ মিনিটে পেনাল্টি পেয়েও তা মিস করেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। এর নয় মিনিট পর নাইজেরিয়ান মিডফিল্ডার ওগেঞ্জি ওনাজির গোলে লিড নেয় ল্যাজিও।
ইনজুরি সময়ে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার গোলে স্বাগতিকদের ড্র করার সম্ভাবনাটাও ভেস্তে যায়। এরই সুবাধে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ নিশ্চিত করে ল্যাজিও।
এর আগে সাও পাওলো স্টেডিয়ামে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় ল্যাজিও। গোল দু’টি করেন দুই ইতালিয়ান মিডফিল্ডার মার্কো পারোলো ও অ্যান্তোনিও কানড্রেভা। বিরতির পর ৫৫ ও ৬৪ মিনিটে হিগুয়েইনের জোড়া গোলে সমতায় ফেরে নাপোলি। কিন্তু, শেষ পর্যন্ত এই আর্জেন্টাইন তারকার পেনাল্টি মিসের চড়া মাশুল দেয় স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১১১১ ঘন্টা, জুন ০১, ২০১৫
আরএম