ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

মৌসুমের শেষ ম্যাচে ইন্টারের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ১, ২০১৫
মৌসুমের শেষ ম্যাচে ইন্টারের জয়

ঢাকা: ইউরোপের শীর্ষ পর্যায়ের সবগুলো লিগেরই মৌসুম শেষ হয়েছে। বাকি ছিল শুধুমাত্র ইতালিয়ান লিগ।

সিরি আ’র এ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে এম্পোলির বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মিলান। আরেক ম্যাচে পালের্মোর কাছে ২-১ গোলে হেরেছে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রোমা।

সান সিরো স্টেডিয়ামে ইন্টার ও এম্পোলি দু’দলের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে চার মিনিটের মাথায় রদ্রিগো প্যালাসিওর গোলে লিড নেয় স্বাগতিকরা। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি। কিন্তু, এর ৯ মিনিটের মধ্যেই দুই স্ট্রাইকার লেভান ম্যাকহেডলিজ ও ম্যানুয়েল পুচিয়ারেল্লির গোলে সমতায় ফেরে এম্পোলি।

ম্যাচের ৭০ মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের গোলে আবারো লিড নেয় ইন্টার। সাত মিনিট পর দলের হয়ে চতুর্থ ও নিজের জোড়া গোল আদায় করে নেন ইকার্দি। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাকহেডলিজের গোলে ব্যবধান কমায় এম্পোলি।

অলিম্পিকো স্টেডিয়ামে মৌসুমের শেষ ম্যাচে পরাজয় বরণ করে রোমা। ঘরের মাঠে শক্তির বিচারে এগিয়ে থাকলেও খেলায় তার প্রভাব পড়েনি। প্রথমার্ধের ৩৫ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাজকুয়েজের গোলে লিড নেয় পালের্মো। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেস্কো টট্টির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

খেলা ড্রয়ের পথেই এগোচ্ছিল। কিন্তু, চার মিনিটের ইনজুরি সময়ের শেষ দিকে ইতালিয়ান তরুণ স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোত্তির গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে পালের্মো।

বাংলাদেশ সময়: ১২০২ ঘন্টা, জুন ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।