রাজশাহী: আগামী ৭ জুনের মধ্যে রাজশাহীতে প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ চালুর ব্যাপারে সুস্পষ্ট সমাধান না দেওয়া হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের আল্টিমেটার দিয়েছে ফুটবল কল্যাণ সমিতি।
সোমবার (০১ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর কোর্ট শহীদ মিনারে প্রতিকী অনশন কর্মসূচি চলাকালে খেলোয়াড়রা এ আল্টিমেটাম দেন।
খেলোয়াড়দের এ দাবিতে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
প্রতিকী অনশন কর্মসূচীতে ক্রীড়া সংগঠক ও বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহম্মেদ বাবু বলেন, রাজশাহীর ফুটবল ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। অথচ ৮০’র দশকে রাজশাহীর ফুটবল খেলোয়াড়দের পদচারণায় ঢাকার মাঠ ছিল সরগরম। কিন্তু বর্তমানে জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির উদাসীনতা ও স্বেচ্ছাচারিতার কারণে রাজশাহীতে ফটুবল মৃতপ্রায় একটি খেলায় পরিণত হয়েছে। কমিটির সদস্যরা রাজশাহীতে খেলাধূলার মানোন্নয়ের চেয়ে নিজেদের পকেট ভারী করতেই ব্যস্ত।
প্রতিকী অনশন চলাকালে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, রাজশাহীর ফুঠবল খেলোয়াড়রা ফুটবল খেলার দাবিতে কেন রাজপথে নামবে, কেন আজ তারা শহীদ মিনার চত্বরে? সাংসদ বাদশা রাজশাহীতে অবিলম্বে ফুটবল লীগ চালু করার আশ্বাস দেন। সেই সঙ্গে খেলোয়াড়দের জুস পান করিয়ে অনশনের পরিসমাপ্তি ঘটান।
রাজশাহী ফুটবল কল্যাণ সমিতির সভাপতি মুনজুরুজ্জামান মুনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাবেক ফুটবলার কামাল হোসেন, মামুনুর রশিদ ও আহাদ আলী রেজা।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসএস/বিএস