ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লিগ-৫ এর উদ্বোধন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১, ২০১৫
আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লিগ-৫ এর উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: ধানমন্ডির আবাহনী মাঠে পঞ্চমবারের মত মাঠে গড়ালো আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লিগ। বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ রোলার স্কেটিং ক্লাবের সহ-সভাপতি আহমেদ আসিফ হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের স্ট্রাইকার শাখাওয়াত রনি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান আকবর হায়দার মুন্না।

উদ্বোধনী ম্যাচে গত আসরের রানার্সআপ দল ‘ক্লাব ইলেভেন’ ১-০ গোলে হারিয়েছে এসিসি এফসি ক্লাবকে। দলের একমাত্র গোলটি করেন ক্লাব ইলেভেনের অধিনায়ক তানিম। এর আগে প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাব ইলেভেন। চতুর্থ আসরের চ্যাম্পিয়ন দল ছিল এমিগন্স।

নন প্রফেশনাল খেলোয়াড়দের নিয়ে গড়া এই টুর্নামেন্টে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। যেখান প্রতিবারের মত এবারো লিগে অংশ নিচ্ছে ৩২টি দল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৬ জুন।

দেশের বাইরে ফুটসালের জনপ্রিয়তা থাকলেও ঢাকায় এখনো এর পরিচয় মেলেনি। তাই ফুটবলের এই সংক্ষিপ্ত ভার্শনকে ঢাকায় জনপ্রিয় করতে বেশ কয়েক বছর ধরেই কাজ করে যাচ্ছে আয়োজক কমিটি। এমনটাই জানান আয়োজক কমিটির চেয়ারম্যান আকবর হায়দার মুন্না। তিনি আরও জানান, ঢাকায় ফুটসালের জন্য এখন বেশ কিছু ক্লাব হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আরো বড় পরিসরে এই আয়োজন করতে চাই আমরা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।