ঢাকা: মহিলা বিশ্বকাপের সপ্তম আসরে একই গ্রুপে খেলবে ব্রাজিল এবং স্পেন। ২০১৫’র মেগা ইভেন্ট বসছে কানাডায়।
৬টি গ্রুপের প্রতিটিতে চারটি করে দেশ নিজেদের মধ্যে মোকাবেলা করবে। ‘এ’ গ্রুপে লড়বে স্বাগতিক কানাডা, চীন, নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে রয়েছে জার্মানি, আইভোরিকোস্ট, নরওয়ে আর থাইল্যান্ড। ‘সি’ গ্রুপের চারটি দল হলো জাপান, সুইজারল্যান্ড, ক্যামেরুন এবং ইকুয়েডর।
‘ডি’ গ্রুপে লড়বে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন আর নাইজেরিয়া। ‘ই’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ দ. কোরিয়া, স্পেন এবং কোস্টারিকা। আর ‘এফ’ গ্রুপে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, কলম্বিয়া এবং মেক্সিকো।
২০১১ সালে জার্মানি বিশ্বকাপের আয়োজক হয়েছিল। চার বছর আগের সে বিশ্বমঞ্চে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে এশিয়ার দল জাপান চ্যাম্পিয়ন হয়।
এবারই নারীদের বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো হকআই সিস্টেম এবং গোললাইন টেকনোলজি ব্যবহার করা হবে। প্রতিটি ম্যাচ হবে আর্টিকেল টার্ফে। খেলোয়াড়দের ইনজুরিমুক্ত রাখতেই আর্টিকেল টার্ফে খেলা গড়ানোর সিদ্ধান্ত নেয় ফিফা।
এবারের আসরে ৮টি দেশের বিশ্বমঞ্চে অভিষেক ঘটতে চলেছে। আগের ছয়বারের ফাইনালিস্টরা কানাডা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এমআর