ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

জাপান গেল বাংলাদেশ বডিবিল্ডিং দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ৩, ২০১৫
জাপান গেল বাংলাদেশ বডিবিল্ডিং দল ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ৫-৮ জুন জাপানের কিতাকিইউশুতে বসছে ‘৪৯তম এএফবিএএফ এশিয়ান বলিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০১৫’-এর আসর। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন হতে বডিবিল্ডিং দল জাপান যাচ্ছে।



বুধবার (০৩ জুন) দুপুর ২টায় বাংলাদেশ শরীরগঠন দল জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ দলের পক্ষে জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী মো. রফিকুল ইসলাম (৮০ কেজি), মো. আবু সাঈদ রানা (৭৫ কেজি), মো. মাহসুদুর রহমান (মাস্টার ক্যাটেগরি) অংশগ্রহণ করছেন। এছাড়া দলনেতা হিসেবে অংশ নিচ্ছেন ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

যাওয়ার আগে এক বক্তব্যে ওয়ালটনের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘জাপানে অনুষ্ঠিত ৪৯তম এএফবিএএফ এশিয়ান বলিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০১৫ তে অংশ নিতে যাচ্ছি। আশা করছি আমরা আমদের সুনাম অক্ষুন্ন রাখতে পারব। যদিও এটা অনেক বড় টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের এশিয়ার ভালো ভালো দলগুলো অংশ নেবে। এর আগে বাংলাদেশ বডিবিল্ডিং দল অন্যান্য প্রতিযোগিতায় বেশ ভালো করেছে। ’

উল্লেখ্য, এবারের ৪৯তম এএফবিএফ এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে চীন, জাপান, হংকং, কুয়েত, সৌদি আরব, ইরকা, ওমান, ইউএই, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কোরিয়া ও ফিলিস্তিনসহ ৩৩টি দেশ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।