ঢাকা: রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের ডাকে সাড়া দিয়ে লিওনেল মেসি ফুটবল গ্রেটদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলেন। তার ডাকে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনাও।
তবে, বার্সেলোনার হয়ে কিংবা আর্জেন্টিনার হয়ে মাঠের খেলায় কেমন জাদু দেখান মেসি, সেটি জানেন না ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।
আর্জেন্টাইন একটি সংবাদমাধ্যম তাকে জিজ্ঞেস করেছিল, দেশটির দুই গ্রেট তারকা মেসি ও মাসচেরানোর মধ্যে কার খেলার ধরন ভালো লাগে। তিনি জানান, আমি জানিনা। কারণ আমি তাদের খেলা দেখিনা। যদিও মেসির সঙ্গে আমার সামনাসামনি দু’বার দেখা হয়েছে। আমি তাকে একজন মানুষ হিসেবেই পেয়েছি, ফুটবলার হিসেবে না।
মেসি, মাসচেরানো আর আর্জেন্টিনার সমর্থক পোপ ফ্রান্সিস কখনোই নাকি মেসিদের খেলা দেখেননি। এর ব্যাখ্যা দিতে গিয়ে পোপ জানান, ১৯৯০ সালের পর থেকে তিনি কখনোই টেলিভিশনের পর্দার সামনে বসেন নি। তাই মেসির ভক্ত হলেও তার খেলা দেখা হয়নি।
‘অন্য গ্রহের ফুটবলার’ হিসেবে পরিচিতি পাওয়া মেসি প্রসঙ্গে পোপ আরও জানান, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা এবং জুভেন্টাসের ম্যাচটিও তিনি দেখবেন না।
এদিকে, জুভেন্টাসের অধিনায়ক বুফন জানিয়েছেন, মেসি সত্যিই অন্য গ্রহের একজন ফুটবলার। তার খেলার ধরনটাই সে রকম। তবে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মেসিকে অন্য গ্রহের নয়, পৃথিবীর একজন ফুটবলারের মতোই আমি দেখতে চাই। আমি চাই সে ৬ জুনের বার্লিন ফাইনালে মানুষ রুপেই খেলুক।
এ মৌসুমে বার্সার গোল মেশিন খ্যাত মেসি ৫৮ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরেও গোলদাতার তালিকায় রয়েছেন শীর্ষে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর