ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

মহিলা হ্যান্ডবল লিগের ফল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ৪, ২০১৫
মহিলা হ্যান্ডবল লিগের ফল

ঢাকা: চলমান কিউট মহিলা হ্যান্ডবল লিগ বৃহম্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলার আর এন স্পোর্টস হোম ৩৫-১০ গোলে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে পরাজিত করে।

বিজয়ী দল প্রথমার্ধে ২৪-৫ গোলে এগিয়ে ছিল।

আর এন স্পোর্টস হোমের পক্ষে রোকসানা, সাহিনা ও রেখা যথাক্রমে ৭টি করে গোল করে এবং যাত্রাবাড়ী ক্রীড়া চক্র-এর পক্ষে আখিরুন ৫টি গোল করে।

অপর খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ৫৩-২ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৩২-২ গোলে এগিয়ে ছিল। আরামবাগ ক্রীড়া সংঘ-এর পক্ষে বিলকিস ও হ্যাপী যথাক্রমে ১৭টি করে গোল করে এবং গফুর বেলুচ স্মৃতি সংসদ-এর পক্ষে সাবিহা ২টি গোল করে।

ওদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩২-১৮ গোলে উষা ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-১১ গোলে এগিয়ে ছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর পক্ষে নিশি ৭ টি গোল এবং উষা ক্রীড়া চক্র-এর পক্ষে শিল্পী আক্তার ৫টি ও  রুবিনা ৪টি গোল করে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা,  জুন ০৪, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।