ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

মুক্তি পাচ্ছেন প্যারা-অলিম্পিয়ান পিস্টোরিয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ১০, ২০১৫
মুক্তি পাচ্ছেন প্যারা-অলিম্পিয়ান পিস্টোরিয়াস ছবি : সংগৃহীত

ঢাকা: ‘ব্লেড রানার’ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যারা-অলিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াসকে খুনের অভিযোগে পাঁচ বছরের জন্য সাজা দেওয়া হয়। তবে, মাত্র দশ মাস সাজাভোগ করে মুক্তি পাচ্ছেন পিস্টোরিয়াস।



পিস্টোরিয়াস ২০১৩ সালে তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যা করেন। অনিচ্ছাকৃত ভাবে সে হত্যার দায় স্বীকার করে দোষী সাব্যস্ত হন তিনি। পাঁচ বছরের সাজা হলেও দেশটির আইন অনুযায়ী ‘সংশোধনমূলক তত্ত্বাবধানে’ থেকে তিনি দশ মাস কারাভোগের পর ২১ আগস্ট মুক্তি পাচ্ছেন।

সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সংশোধনাগারের তরফ থেকে পিস্টোরিয়াসের মুক্তির বিষয়টি জানানো হয়েছে৷

মাত্র এগারো বছর বয়সে দুই পা হারান পিস্টোরিয়াস। এরপর থেকে তিনি কার্বন-ফাইবার ব্লেডের সাহায্যে নিয়ে চলাফেরা করতেন। ২০১২ সালে প্রথমবারের মতো অলিম্পিয়ান হিসেবে স্বর্ণজয় করে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১০ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।