ঢাকা: আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) রাজধানীর বনানী আর্মি সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা শুরু হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাত দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রথম দিনে ২০০ মিটার বাটার ফ্লাই, ১০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ১ মিটার স্প্রিং বোর্ড ডাইভিং ও ওয়াটার পোলো খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আইএ