ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

আন্তঃবাহিনী সাঁতার-ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আন্তঃবাহিনী সাঁতার-ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু

ঢাকা: আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে।

বুধবার (১০ জুন) রাজধানীর বনানী আর্মি সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা শুরু হয়।

বাংলাদেশ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ও সদর দফতর-১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার ‍আয়োজন।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাত দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রথম দিনে ২০০ মিটার বাটার ফ্লাই, ১০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ১ মিটার স্প্রিং বোর্ড ডাইভিং ও ওয়াটার পোলো খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে।
   
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।