ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

পেছালো ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিডিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
পেছালো ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিডিং

ঢাকা: কোন দেশ হচ্ছে আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক? এ ব্যাপারে সম্প্রতি ফিফার বিডিং হওয়ার কথা থাকলেও দুর্নীতির দায়ে অভিযুক্ত সংস্থাটি নিলাম পর্ব পিছিয়ে নিয়েছে। এমনটিই জানিয়েছেন, ফিফার অর্গানাইজেশন সেক্রটারি জেনারেল জেরম ভালকে।



ফিফা বর্তমানে নিজেদের সংস্থাকে দুর্নীতি মুক্ত করার কাজ করে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড দুর্নীতির অভিযোগে ফিফার ১৪ জন কর্মকর্তাকে গ্রেফতার করে। আর সেপ ব্লাটার টানা পঞ্চমবারের মতো ফিফা প্রেসিডেন্ট হলেও চারদিনের মাথায় পদত্যাগ করেন।

২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রতিযোগিতায় সবার আগে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তবে আয়োজকের দৌড়ে কানাডা, মেক্সিকো ও কলম্বিয়াও আশাবাদী।

এ তালিকায় অস্ট্রেলিয়া ও চীনের নাম থাকলেও তাদের আয়োজনে পিছিয়ে যেতে হবে। কারণ একই অঞ্চলের দেশ পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে পারবে না। ওপরের দুটি দেশই এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে। আর ২০২২ বিশ্বকাপ আয়োজন করবে এশিয়ার দেশ কাতার।

আগামী ২০১৭ সালের মে মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০২৬ বিশ্বকাপের নিলামের ব্যাপারে ফিফার সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে ভালকে বলেন, ‘বর্তমান এ অবস্থার কারণে আমাদের নিলাম প্রক্রিয়া বন্ধ রাখতে হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে ২০১৭ সালে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।