ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১২, ২০১৫
রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই: মেসি ছবি : সংগৃহীত

ঢাকা: গত সাত বছর ধরে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডটি অনেকটা তারা নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছেন।

সর্বশেষ দু’বার মেসিকে হটিয়ে সেরার আসনে বসেন পর্তুগিজ তারকা। দু’জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাই বটে।

তবে, বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক এ কথা একেবারেই মানতে রাজি নন। মাঠের খেলায় রোনালদোর কোনো অর্জন তার মধ্যে প্রভাব ফেলে না বলে দাবি করেন চারবারের বিশ্বসেরা ফুটবলার। রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা নেই বলেও অভিহিত করেন ২৭ বছর বয়সী মেসি। এক সাক্ষাৎকারে তিনি এসব কথাই তুলে ধরেন।

ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ‍আরও বলেন, ‘রোনালদোর সঙ্গে ‍আমার কোনো ধরণের প্রতিদ্বন্দ্বিতা নেই। সবই মিডিয়ার সৃষ্টি। মেসি বনাম রোনালদো, এটি কখনো হবেও না। ’

চিলিতে ৪৪তম কোপা আমেরিকা টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দলের সঙ্গে অবস্থান করছেন মেসি। ১৩ জুন (শনিবার) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ১৫তম শিরোপা জয়ের মিশনে নামবে আলবিসেলেস্তেরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।