ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

অলিম্পিক ডে-২০১৫ উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
অলিম্পিক ডে-২০১৫ উদযাপন ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ২৩ জুন সারা বিশ্বব্যাপী অলিম্পিক ডে উদযাপন করা হয়ে থাকে। কিন্তু, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (১২ জুন) বাংলাদেশে অলিম্পিক ডে পালন করা হয়েছে।



কারণ, ১৯ জুন হতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। তাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আগেই অলিম্পিক ডে উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।

এ উপলক্ষে একটি র‌্যালী সকাল ৭:০০ ঘটিকায় রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামের মশাল গেইটে এসে শেষ হয়। অলিম্পিক ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা।

এছাড়াও অন্যান্যদে উপস্থিত ছিলেন বিওএ’র সহ-সভাপতি মিসেস রাফিয়া আখতার ডলী ও জনাব হারুনুর রশীদ, অলিম্পিক ডে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বিওএ’র উপ-মহাসচিব জনাব আশিকুর রহমান মিকু, বিওএ’র উপ-মহাসচিব শ্রী বাদল রায়, অলিম্পিক ডে সাংগঠনিক কমিটির সদস্য সচিব এবং বিওএ’র কোষাধ্যক্ষ জনাব কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শ্রী অশোক কুমার বিশ্বাস, অলিম্পিক ডে এর উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকতাদানকারী প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক জনাব নুরুল ফজল বুলবুল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অলিম্পিক ডে ২০১৫ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জনাব আশিকুর রহমান মিকু। বিওএ’র মহাসচিব অলিম্পিক ডে ২০১৫ এর সার্বিক সাফল্য কামনা করে বেলুন উড়িয়ে এর শুভ উদ্ভোধন ঘোষনা করেন।

র‌্যালীতে বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশের খেলোয়াড়, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অভ্যন্তরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা ছাড়াও বাংলাদেশের ৬টি বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম এবং বরিশালে অলিম্পিক ডে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।