ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

বার্সার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ জুলাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
বার্সার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ জুলাই জোসেফ মারিয়া বার্তোমেউ

ঢাকা: ১৭ জুন (বুধবার) ফুটবল ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নেবেন জোসেফ মারিয়া বার্তোমেউ। অন্য কোনো কারণে নয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই তিনি সরে দাঁড়াবেন।

স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবরই জানা গেছে।

শুক্রবার (১২ জুন) বার্সা ক্লাব কর্তৃপক্ষ অফিসিয়ালি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ১৮ জ‍ুলাইয়ের নির্বাচনে বার্তোমেউয়ের পুণরায় নির্বাচিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। এর ব্যতিক্রম হবে কিনা তা সময়েই বলে দিবে।

ট্রেবল জয়ী বার্সার প্রেসিডেন্ট পদে বার্তোমেউ ছাড়াও লড়ছেন ক্লাবের পরিচালক ও মুখপাত্র টনি ফ্রেইক্সা ও অগাস্টি বেনেদিতো। অন্যদিকে ক্লাব কর্মকর্তা জর্ডি ফেয়ারি তার প্রার্থীতা ঘোষণা করেছেন।

তবে, মূল লড়াইটা হবে বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সাবেক সফল প্রেসিডেন্ট ‍হুয়ান লাপোর্তার।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।