ঢাকা: ৪৪তম কোপা আমেরিকার আসরে ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। গত বিশ্বকাপের রানার্সআপ দলটির দায়িত্বে রয়েছেন জেরার্ড টাটা মার্টিনো।
আর্জেন্টিনাকে এবারে গ্রুপ পর্বে লড়তে হবে সর্বোচ্চ শিরোপা জেতা উরুগুয়ের বিপক্ষে। এছাড়া মেসি বাহিনীর গ্রুপে রয়েছে প্যারাগুয়ে আর জ্যামাইকা।
২২ বছরের শিরোপা খরা কাটাতে আর্জেন্টিনার পাঁচ ফুটবলারের উপর থাকবে বিশেষ নজর।
১। লিওনেল মেসি: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে এ মৌসুমে দারুণ খেলেছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ক্লাব ফুটবলে সম্প্রতি জিতেছেন ট্রেবল শিরোপা। আর্জেন্টিনার জার্সি গায়ে গত বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বমঞ্চের ফাইনালে খেলেছিলেন মেসি। বিশ্বকাপের পর মেগা ইভেন্টে অংশ নিতে যাওয়া মেসি জানান, দীর্ঘ ২২ বছরের কোপা আমেরিকার আক্ষেপ এবার ঘোঁচাতে চান তিনি। আকাশী-নীল জার্সিতে তিনি খেলেছেন ৯৭টি ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ৪৫টি।
২। সার্জিও আগুয়েরো: ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার জার্সি গায়ে এ তারকা খেলেছেন ৬১টি ম্যাচ। ২৭ বছর বয়সী অ্যাতলেতিকো মাদ্রিদের সাবেক এ স্ট্রাইকার এ মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন। ফুটবল সাপোর্টাস ফেডারেশনের বর্ষসেরা আগুয়েরোর দিকেও আর্জেন্টাইন ভক্তদের আলাদা দৃষ্টি থাকবে।
৩। কার্লোস তেভেজ: আর্জেন্টিনার ৩১ বছর বয়সী কার্লোস তেভেজ গত বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে পড়েছিলেন। মার্টিনোর কোপা আমেরিকার মিশনে এবারে সুযোগ মিলেছে ইতালিয়ান জায়ান্ট দল জুভেন্টাসের এ প্লেমেকারের। ট্রেবল বঞ্চিত জুভিদের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। দেশের জার্সি গায়ে তেভেজ খেলেছেন ৬৮টি ম্যাচ। আর্জেন্টাইন ভরসার নাম হতে পারেন এ মৌসুমে দারুণ ছন্দে থাকা তেভেজ। ২০১৪-১৫ মৌসুমে তিনি ৪৭ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি।
৪। অ্যাঞ্জেল ডি মারিয়া: গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নাম লেখান ডি মারিয়া। গত বছর রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন মারিয়া। সে বছরই মেসিকে টপকে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মারিয়া। এ মৌসুমে রেড ডেভিলসদের হয়ে ৩২ ম্যাচে সর্বকাকুল্যে মাত্র ৪টি গোল করেছেন। তবে, নিজের জাত চেনাতে একটুও সময় নেবেন না দেশের জার্সি গায়ে ৫৯ ম্যাচ খেলা ডি মারিয়া তা বলাই যায়।
৫। ফার্নান্দো গ্যাগো: আর্জেন্টিনার তারকা ফুটবলারদের মাঝে এবার একটু আলাদা করেই নিজের জাত চেনাতে পারেন বোকা জুনিয়র্সের ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো। রিয়াল মাদ্রিদ, রোমা আর ভ্যালেন্সিয়ার মতো বড় দলে খেলেছেন তিনি। ২৯ বছর বয়সী গ্যাগো দেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন ৫৭টি ম্যাচে। বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে এনজো পেরেজের বদলি হিসেবে ম্যাচের ৮৬ মিনিটে মাঠে নেমেছিলেন তিনি। আর্জেন্টিনার ডিফেন্ডার মাশচেরানো কিংবা এভার বেনেগার সঙ্গে জুটি বেধে আর্জেন্টাইন সমর্থকদের কপাল থেকে চিন্তার ভাঁজ কমাতে প্রস্তুত গ্যাগো।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১২ জুন ২০১৫
এমআর