ঢাকা: কোপা আমেরিকার দ্বিতীয় দিনের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমেছিল মেক্সিকো এবং বলিভিয়া। চিলির এস্তাদিয়ো সাউসালিতোতে দু’দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা নিয়মিত ফরমেশন পাল্টে শুরুর একাদশে তার শিষ্যদের ৫-৩-২ ফরমেশনে খেলান। মেক্সিকানদের হয়ে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন হোসে করোনা, মারেকুয়েজ, ডোমিনগুয়েজ, মেদিনা, জেসাস করোনা, হেরেরার মতো তারকারা।
১৬টি কোপা আমেরিকা ম্যাচ খেললেও বলিভিয়া কোনো ম্যাচেই জিততে পারে নি। ৭ ড্রয়ের পাশাপাশি হেরেছে ৯টি ম্যাচে। ১৯৯৭ সালে এই মেক্সিকোর বিপক্ষেই সর্বশেষ জয় পেয়েছিল দলটি। এমন পরিসংখ্যান নিয়ে মাঠে নেমে দারুণ খেলেছে বলিভিয়ানরা।
অপরদিকে সর্বশেষ ২০১১ সালের আসরে মেক্সিকো সর্বশেষ কোপা আমেরিকায় অংশ নিয়েছিল। গ্রুপপর্ব সেবার পেরুতো পারে নি দুইবারের রানার্সআপ আর তিনবারের তৃতীয়স্থান পাওয়া দলটি।
শুরু থেকেই প্রতিপক্ষের ডি-বক্সে খেলা গড়াতে থাকলেও ডিফেন্স চিড়ে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ম্যাচের ৪২ মিনিটের মাথায় বলিভিয়া লিড নেওয়ার সুযোগ পেয়েছিল। ক্যামপোসের একটি জোরালো শট ফিরিয়ে দেন মেক্সিকান গোলরক্ষক হোসে করোনা। এক মিনিট পরেই আবারো সুযোগ আসে বলিভিয়ানদের। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন রালদেস। তার হেডটি জালের পাশে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে করোনার একটি জোরালো শট গোলবারের পাশ দিয়ে বেড়িয়ে গেলে মেক্সিকো লিড নিতে পারেনি। ৫৮ মিনিটের মাথায় দারুণ খেলতে থাকা করোনার আরেকটি শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচের ৭০ মিনিটে মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা তার শিষ্যদের ৪-৪-২ ফরমেশনে খেলাতে থাকেন। তবে, বাকি সময়ে গোলের দেখা পাননি তার শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এমআর