ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে জাতীয় ক্লাব ভারোত্তোলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
শুরু হচ্ছে জাতীয় ক্লাব ভারোত্তোলন

ঢাকা: বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল রোববার (১৪ জুন) থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শুরু হচ্ছে তিন দিন ব্যাপি ১২তম পুরুষ ও ১০ম মহিলা জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা এবং দ্বিতীয় আন্ত:সংস্থা(সার্ভিসেস)ভারোত্তোলন প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় পুরুষ ৮টি ও মহিলা ৭টি মোট ১৫টি ওজন শ্রেণীতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

পুরুষ বিভাগের ওজন শ্রেণী গুলো হলো : ৫৬, ৬২, ৬৯, ৭৭, ৮৫, ৯৪, ১০৫ ও ১০৫ কেজি প্লাস। মহিলা বিভাগের ওজন শ্রেনী গুলো হলো : ৪৪, ৪৮, ৫৩, ৫৮, ৬৩, ৬৯ ও ৬৯ কেজি প্লাস।

আগামীকাল  রোববার প্রতিযোগিতার প্রথম দিনের খেলা শুরু হবে সকাল ১০টা থেকে। পুরুষ ও মহিলা বিভাগে মোট ৪টি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে। পুরুষ ৫৬ কেজি ওজন শ্রেণী এবং ৬২ কেজি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে। এদিন মেয়েদের ৪৪ কেজি ও ৪৮ কেজি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।