ঢাকা: বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল রোববার (১৪ জুন) থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শুরু হচ্ছে তিন দিন ব্যাপি ১২তম পুরুষ ও ১০ম মহিলা জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা এবং দ্বিতীয় আন্ত:সংস্থা(সার্ভিসেস)ভারোত্তোলন প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতায় পুরুষ ৮টি ও মহিলা ৭টি মোট ১৫টি ওজন শ্রেণীতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল রোববার প্রতিযোগিতার প্রথম দিনের খেলা শুরু হবে সকাল ১০টা থেকে। পুরুষ ও মহিলা বিভাগে মোট ৪টি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে। পুরুষ ৫৬ কেজি ওজন শ্রেণী এবং ৬২ কেজি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে। এদিন মেয়েদের ৪৪ কেজি ও ৪৮ কেজি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইয়া/এমএমএস