ঢাকা: ‘র্যাঙ্কিং কিছুই না, দেখুন কিরগিজস্তানের থেকে আমরা র্যাঙ্কিংয়ে এগার ধাপ এগিয়ে ছিলাম, তাতে কি লাভ হয়েছে? আমরা কি তাদের হারতে পেরেছি, উল্টো ৩-১ গোলে নিজেদের মাঠে পরাজিত হয়েছি। ১৬ তারিখে পরের ম্যাচ তাজিকিস্তানের বিরুদ্ধে।
বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে পরাজিত বাংলাদেশ ফুটবল দল। ১৬ জুন দ্বিতীয় বাছাইপর্বে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের জার্সিধারীরা।
ক্রুইফ আরো বলেন, 'লড়াকু মানসিকতা নিয়ে খেললে এবং প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে অবশ্যই তাজিকদের বিরুদ্ধে আমরা ম্যাচে জিততেও পারি। আমরা চেষ্টা করব পয়েন্ট পেতে। এ জন্য ছেলেদের কঠিন অনুশীলন করে যাচ্ছে। '
লক্ষ্য দ্বিতীয় হোম ম্যাচে পয়েন্ট সংগ্রহ করা। তবে শনিবার বৃষ্টির কারণে অনুশীলনের ভেন্যু পরিবর্তিত হয়। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠটি অনুশীলনের উপযোগী ছিল না। তাই বিকল্প ভেন্যু হিসেবে বাফুফের আর্টিফিসিয়ালি টার্ফে ঘাম ঝরান মামুনুলরা।
বাছাইপর্বের প্রথম ম্যাচে কিরগিজদের সঙ্গে পরাজয়ের কারণ সম্পর্কেও বললেন কোচ। ‘ওদের বেশকিছু খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকে। ওরা ফিজিক্যালি, টেকনিক্যালি এবং প্রফেশনালি আমাদের থেকে এগিয়ে। ম্যাচে মামুনুল, লিটন, তপু ও নাসির ভাল খেলেলেও হেমন্ত, মুন্না, এনামুল, এমিলিরা মোটেও ভাল খেলেনি। অসুস্থ থাকায় জাহিদ খেলেনি। আর এ ম্যাচে ইনজুরিতে থাকায় নাসিরও খেলবে না। তার পজিশনে পরিবর্তন আসবে। তবে কাকে খেলাবো, সেটা এখনই বলতে চাই না। ’
ওদিকে তাজিকিস্তান তাদের বিশ্বকাপ ও এশিয়াকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। নিজেদেরে মাটিতে দলটি ৩-১ গোলে জর্ডানের কাছে পরাজিত হয়।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইয়া/এমএমএস