ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

ছয় দিন পেছালো প্রিমিয়ার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ছয় দিন পেছালো প্রিমিয়ার লিগ

ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা পিছিয়ে গেলো ৬ দিন। আগামী ২০ জুন শুরু হওয়ার কথা থাকলেও শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)পেশাদার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী তা শুরু হবে ২৬ জুন থেকে।



কারণ বাংলাদেশ ও ভারত সরকারের দ্বিপাক্ষিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ভারতের ত্রিপুরা রাজ্যের ফুটবল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে। যা ২০-২৫ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই লিগ পেছানোর সিদ্ধান্ত।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানালেন, ‘সব ক্লাবের সঙ্গে আলোচনা করে এবং তাদের সম্মতি নিয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’

এছাড়া লিগে যে দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেদিন প্রথম ম্যাচটি বিকেল সাড়ে ৪টা এবং পরেরটি সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া লিগের খেলা ৬ আগস্টের মধ্যে শেষ করার আশা পোষণ করে লিগ কমিটি। আর বাফুফে ক্যালেন্ডারে ঈদের বন্ধ আট দিনের পরিবর্তে পাঁচ দিনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আর আগামী ১-১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ’এর মধ্যবর্তী দলবদল। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে লিগ। এতে অংশ নেবে নয়টি দল, যার মধ্যে চারটি দল নতুন। দলগুলো হলো: পুলিশ এ্যাথলেটিক ক্লাব, বাসাবো তরুণ সংঘ, মতিঝিল টি এ্যান্ড টি ক্লাব এবং ইয়ংমেন্স ফকিরাপুল ক্লাব।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।