ঢাকা: ২০১২-১৩ মৌসুমে বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রেবল জয়ের কীর্তি গড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। সেবার সবাইকে চমকে দিয়ে ট্রেবল শিরোপাধারী দলটির কোচ হিসেবে ছিলেন দেশসেরা অন্যতম সফল কোচ মারুফুল হক।
২০১৫ সালে আবারও নতুন উদ্যমে পথচলা শুরু করে শেখ রাসেল। মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচের অধীনে ২০১৪-১৫ মৌসুমে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে করে দলটি। ২০ পয়েন্ট নিয়ে সম্মিলিত ভাবে ২য় অবস্থানে রয়েছে শেখ রাসেল। আর অল ব্লুজদের থেকে থেকে মাত্র তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমিন্ড ক্লাব।
তবে এ পারফরম্যান্সে সন্তুষ্ট হয়নি শেখ রাসেল ক্লাব কর্তৃপক্ষ। মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচের জায়গায় নতুন কোচ হিসেবে মারুফুল হককে নিয়োগ দিয়েছে শেখ রাসেল ক্লাব কর্তৃপক্ষ। মারুফুল হককে পেয়ে খুবই খুশি তার শিষ্যরা। বিশেষ করে আতিকুর রহমান মিশু, মিথুন চৌধুরী, জাহিদ হোসেনসহ নবাগত হেমন্ত ভিনসেন্ট।
দলের অধিনায়ক মিথুন চৌধুরী জানালেন, আমরা সত্যি খুব খুশি হয়েছি তাকে পেয়ে। তিনি অনেক ভালো কোচ এবং একজন ভালো মানুষ। তাকে পেয়ে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। শীর্ষে থাকা শেখ জামালের সঙ্গে আমাদের পয়েন্ট ব্যবধান নেই বললেই চলে। আশা করছি দ্বিতীয় পর্বের শুরুতেই তা কমিয়ে আনতে পারবো।
তবে সবেচয়ে বেশি উচ্ছ্বাসিত দেখা গেল হেমন্ত ভিনসেন্টকে। তিনি বর্তমানে রয়েছেন জাতীয় দলের ক্যাম্পে, তাই ক্লাবে যোগ দিতে পারেন নি। হেমন্ত বলেন, আমি তার বিষয়ে অনেক শুনেছি। এবার সৌভাগ্য তার অধীনে খেলাতে পারবো। তিনি আসাতে দলের শক্তি অনেক বেড়ে গেল।
সত্যি শক্তি বেড়েছে শেখ রাসেলের। বসনিয়ার ফরোয়ার্ড দমির ইবরিক ও ক্যামেরুনের ডিফেন্ডার ইকাঙ্গা যোগ দিয়েছেন দলে। কোচ মারুফুল হক তাদের পরখ করে দেখছেন। এর আগে চীন, তার্কিশ, ফ্রান্স ও মালয়েশিয়াসহ ৬টি দেশের লিগে খেলেছেন দামির। বাংলাদেশ তার সপ্তম দেশ।
শনিবার (১৩ জুন) বিকেলে অনুশীলন পর্বে বেশ প্রত্যয়ী কন্ঠে জানালেন, নতুন দেশ নতুন আবহাওয়া। তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
আর কোচ মারুফুল হকের কন্ঠেও শোনা গেল ভালো করার প্রত্যয়। তিনি জানালেন, 'দলে যে ধরনের সমস্যা রয়েছে তা অচিরেই কাটিয়ে উঠতে পারবো। দলে নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে। তাদের এখনও অবজার্ভ করা হচ্ছে। আমরা বেশ ভালো ভাবেই প্রস্তুত হচ্ছি ২০ জুন থেকে শুরু হওয়া লিগের দ্বিতীয় পর্বের জন্য।
মান্যবর প্রিমিয়ার লিগের প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও হবে জমজমাট। কারণ অন্য দলগুলোও মরিয়া হয়ে খুঁজছে ভালো মানের ফরোয়ার্ড ও মিডফিল্ডার। তাই ২০ জুন প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইয়া/এমএমএস