ঢাকা: কোপা আমেরিকার এবারের আসরে জয় দিয়ে মিশন শুরু করেছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকার বিপক্ষে রদ্রিগুয়েজের গোলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
নিষেধাজ্ঞার কারণে দলে নেই তুরুপের তাস সুয়ারেজ। আর আরেক নির্ভরযোগ্য মিডফিল্ডার দিয়াগো ফোরলান ইতি টেনেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। তাই উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের একমাত্র ভরসার প্রতীক ছিল এডিনসন কাভানি। তবে তিনি কোনো সাফল্য পাননি।
প্রথমার্ধ গোলশূন্য ম্যাচে কাঙ্ক্ষিত গোলের জন্য উরুগুয়ের অপেক্ষা করতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। ম্যাচে উরুগুয়ের হয়ে গোলটি করেন মিডফিল্ডার রদ্রিগুয়েজ। সতীর্থ জিমিনেজের কাছ থেকে বল পেয়ে জ্যামাইকার জাল কাঁপিয়ে দেন ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজ।
গোল খেয়ে পরিশোধে মরিয়া হয়ে ওঠে জ্যামাইকা। আর গোল দেওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় উরুগুয়ে। তবে বেশ কয়েকটি আক্রমণ শানালেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি জ্যামাইকা।
তবে দ্বিতীয়ার্ধ জুড়ে পেশীশক্তির খেলা মত্ত হতে দেখা যায় উরুগুয়ের খেলোয়াড়দের। আর তাতে হলুদ কার্ড হজম করতে হয় রদ্রিগুয়েজ ও দিয়াগো গডিনকে।
খেলার শেষ সময়ে ব্যবধান দ্বিগুন করার সুবর্ণ সুযোগ মিস করে উরুগুয়ে। ডিবক্সের মধ্যে কাভানির দেওয়া পাসে বল পেয়ে যান উরুগুয়ের বদলি ফরোয়ার্ড ক্রিস্টিয়ান স্টুইন। তবে তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইয়া/জেডএস
** সুয়ারেজকে ছাড়া নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে