ঢাকা: মেসি-অ্যাগুয়েরোর জোড়া গোলে প্রথমার্ধেই দিশেহারা হয়ে পড়েছে প্যারাগুয়ে। দলটির দুই খেলোয়াড় ইতোমধ্যে হলুদ কার্ড হজম করে বসেছেন।
২৯ মিনিটে দলের পক্ষে যে গোলটি করেন অ্যাগুয়েরো তা অ্যাসিস্ট করেন মেসি। এবার পেনাল্টি থেকে গোলের ব্যবধান বাড়ান ফুটবলের ‘বিস্ময় বালক’ লিওনেল মেসি। প্রথম গোলের মাত্র সাত মিনিট পর ৩৬ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষে ২-০ গোলে বিরতিতে যায় আর্জেন্টিনা।
এ গোলের মাধ্যমে কোপা আমেরিকায় টানা পাঁচ ম্যাচে গোলের খড়া কাটালেন মেসি। এর আগে ২০০৭ সালে মেক্সিকোর বিপক্ষে সর্বশেষ গোল করেন তিনি।
খেলার ১৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টিনা ৯টি ফাউল করে। আর প্যারাগুয়ের খেলোয়াড়রা করেন ১২টি।
আর্জেন্টিনা ৫টি কর্নারের সুযোগ পেলেও কোনো সুযোগ পায়নি প্যারাগুয়ে।
বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে তিনটায় স্তেদিও লা পোর্তাদে দি লা সেরেনায় মুখোমুখি হয়েছে দু’দল।
টুর্নামেন্ট শুরুর আগে দলটির সর্বশেষ প্রস্তুতি ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনা। সে ম্যাচের সার্জিও আগুয়েরো জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করে। আর জোড়া গোল আসে অ্যাঙ্গেল ডি মারিয়ার পাঁ থেকে।
এ ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস জানিয়েছেন, প্রতিটি ম্যাচ জিতে আর্জেন্টিনা এগিয়ে যেতে চায়।
দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতেও আর্জেন্টিনার পাল্লা ভারি। তিন ম্যাচ জয়ের পাশাপাশি মেসিরা ড্র করেছে একটি ম্যাচে আর হেরেছেও একটি ম্যাচে। ২০১৩ সালের শেষ দেখায় আজেন্টিনা জিতেছিল ৫-২ ব্যবধানে।
বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেডএস
** অ্যাগুয়েরোর গোলে এগিয়ে আর্জেন্টিনা