ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার মিশনে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে টপ ফেভারিট আর্জেন্টিনা। তারকা সমৃদ্ধ দল নিয়েও জয় পায়নি জেরার্ডো টাটা মার্টিনোর শিষ্যরা।

আর্জেন্টাইন কোচ ম্যাচ শেষে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই তাদের এমন ফলাফল দেখতে হয়েছে।

৪৪তম কোপা আমেরিকার আসরে অপেক্ষাকৃত দুর্বল দল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের একঘণ্টা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী। ম্যাচের ২৯ মিনিটের সার্জিও আগুয়েরো আর ৩৬ মিনিটের মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর খেলার ৬০ মিনিটে ভালদেস আর ৯০ মিনিটে বাররিওসের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে।

পয়েন্টে ভাগ বসানো প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার কোচ বলেন, আমি ভালদেসের (প্যারাগুয়ের প্রথম গোলদাতা) গোলটি নিয়ে কিছু বলতে চাই না। প্রথম ৫০ মিনিট ম্যাচ আমাদের হাতেই ছিল। প্রথম গোল হজম করার পর আমাদের আরও একটি গোল করা উচিৎ ছিল। কিন্তু আমরা সেটি পারিনি, উল্টো প্যারাগুয়ে গোল শোধ করে সমতায় ফেরে।

বার্সেলোনার সাবেক এ কোচ আরও বলেন, ম্যাচটি ড্র হলেও বুঝতে পারছি খেলায় আমাদের কোনো চাপ নিতে হয়নি। আমাদের আরও বেশি নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হবে। নিয়ন্ত্রণহীন ভাবে খেলার মনোভাব দূর করার জন্য আমি ছেলেদের নিয়ে আরও কাজ করব। তাদের বোঝাতে চেষ্টা করব কোথায় ভুলগুলো হচ্ছে।

‘আমরা প্রথমার্ধে যেমনটি খেলেছি, দ্বিতীয়ার্ধে তেমনি খেলতে পারিনি। পরের রাউন্ডের চিন্তা এখনই করছি না। কী করে ছেলেদের আরও উন্নতি করা যায়, সেটি নিয়েই ভাবছি’ মার্টিনো যোগ করেন।

আর্জেন্টিনাকে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়তে হবে সর্বোচ্চ শিরোপা জেতা আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। ১৭ জুন ভোর সাড়ে পাঁচটায় পূর্ণ তিন পয়েন্টের জন্য মেসি, হিগুয়েন, ডি মারিয়া আর তেভেজরা লড়বেন।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ১৪ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।