ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এরগাস কেসের অসাধারণ গোলে আলবেনিয়ার কাছে অঘটনের শিকার হয়েছে ফ্রান্স। এ হারের ফলের আগামী ২০১৬ ইউরো আয়োজনকারী দলটি টানা তিন ম্যাচে হারের মুখ দেখলো।
গত রোববার ফ্রান্স বেলজিয়ামর কাছে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হারে। এর আগে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারতে হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপ জয়ীদের।
আলবেনিয়ার ঘরের মাঠ স্তেদিউমি রুজহাদি বিজহুতে এদিন প্রথম থেকেই এলোমেলো ফুটবল খেলতে থাকে ফ্রান্স। দু’একটি আক্রমণে গেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি দিদিয়ের দেশমের দল।
উল্টো ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে আক্রমণে যায় স্বাগতিকরা। এরই সুবাদে ফ্রান্স গোলরক্ষক লোরিসকে কোন সুযোগ না দিয়ে দলের জয় সূচক গোলটি করেন কেসে।
পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে সফরকারীরা খেলায় ফিরতে কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএমএস