ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

জিতেও অখুশি উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জিতেও অখুশি উসাইন বোল্ট ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইয়র্কের ডায়মন্ড লিগে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অলিম্পিক-ডাবল শিরোপাধারী উসাইন বোল্ট। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী বোল্ট এদিন জাহারনেল হিউজেস ও জুলিয়ান ফোর্টেকে পেছনে ফেলেন।



২০০ মিটারের এ দৌড় জেতা ‘গোল্ড মেডেল’ পাওয়া বোল্ট সময় নেন ২০.২৯ সেকেন্ড। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিউজেস ও জুলিয়ান সময় নেন যথাক্রমে ২০.৩২ ও ২০.৪৬ সেকেন্ড।

প্রতিযোগিতার পর অবশ্য নিজের পারফরম্যান্সে অখুশি বোল্ট বলেন, ‘আমি ‍আজকের পারফর্মে খুব একটা খুশি না। তবে আগামীতে আরো ভালো খেলার চেষ্টা করবো। ’

এদিকে ১০০ মিটার দৌড়ে ১০.১২ সেকেন্ড সময় নিয়ে গোল্ড মেডেল পেয়েছেন আমেরিকান টাইসন গে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।