ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

পেরুর বিপক্ষে মাঠে নামছে ফেভারিট ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
পেরুর বিপক্ষে মাঠে নামছে ফেভারিট ব্রাজিল ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরে মাঠে নামছে ব্রাজিল। গত বিশ্বকাপের আয়োজক দেশটির প্রতিপক্ষ হিসেবে চিলির মাঠে থাকবে পেরু।

টপ ফেভারিট হিসেবে কার্লোস দুঙ্গার শিষ্যরা জয়ের ধারা ধরে রাখতে মিশনে নামবে।

কোপা আমেরিকার আসরে মাঠে নামার আগে নিজেদের দশ ম্যাচের দশটিতেই জিতেছে ব্রাজিল। তবে, নেইমার বাহিনীকে জমজমাট এ টুর্নামেন্টের মিশন শুরুর আগে শুনতে হচ্ছে গত বিশ্বকাপে স্বাগতিক হওয়ার পরও জার্মানির বিপক্ষে ৭-১ গোলের হতাশার ম্যাচটির গল্প। সে হতাশা কাটিয়ে উঠা সেলেকাওরা নিজেদের পরের দশটি ম্যাচের দশটিতেই জয় পেয়েছে।

ব্রাজিলের বিপক্ষে পেরু ১৫ জুন (১৪ জুন দিবাগত রাত) সাড়ে তিনটায় মাঠে নামবে।

এ ম্যাচে নামার আগে সেলেকাওরা পাচ্ছে না মাঝমাঠের ভরসা অস্কার ও লুইস গুস্তাভোকে। দলে নেই রিয়াল মাদ্রিদের তারকা মার্সেলো। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের এ তিন তারকা।

বিশ্বকাপের পর দুঙ্গার অধীনে ব্রাজিল হারিয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, জাপান, চিলি, মেক্সিকো, ফ্রান্সের মতো দলকে।

কোপা আমেরিকায় ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন নেইমার। দেশের জার্সি গায়ে বিশ্বকাপের পর নয় ম্যাচে দেশের জার্সি গায়ে আটটি গোল করেছেন নেইমার। ব্রাজিল দলপতি এ মৌসুমে ক্লাব পর্যায়েও অসাধারণ খেলেছেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে এক মৌসুমে গোল করেছেন ৩৯টি। কাতালানদের হয়ে জিতেছেন ট্রেবল শিরোপা।

তবে, ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে আলাদা করে কিছু ভেবে রাখেনি পেরু, এমনটি জানিয়েছেন দলটির অভিজ্ঞ তারকা স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। তিনি মনে করেন, ব্রাজিল অধিনায়কের ‘সাম্বা স্টাইল’ রুখে দেওয়ার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ ‘সেলেকাওদের সাম্বা স্টাইল’।

শুধুমাত্র নেইমারকে নিয়ে না ভেবে ব্রাজিলের আক্রমণভাগ, মাঝমাঠ আর ডিফেন্সকে সামলে খেলতে পারলেই কোপা আমেরিকার প্রথম ম্যাচে পেরু ভালো ফল পেতে পারে এমনটি মনে করেন পেরুর অভিজ্ঞ তারকা গুয়েরেরো।

নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। অন্যদিকে, ৫ ম্যাচের দুটিতে জয়, দুটিতে পরাজয় আর একটি ম্যাচে ড্র করেছে পেরু। দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের কোনোটিতেই হারে নি সেলেকাওরা। পেরুর বিপক্ষে তিন ম্যাচ জয়ের পাশাপাশি দুটি ম্যাচে ড্র করেছে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৪ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।