ঢাকা: পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশনে নামবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার নবম কোপা শিরোপা ঘরে তোলা।
রোববার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় পেরু ও ব্রাজিলের মধ্যকার ম্যাচটি শুরু হবে।
এক প্রেস কনফারেন্সে দুঙ্গা বলেন, ‘কঠিন টুর্নামেন্টগুলোর মধ্যে কোপা আমেরিকা অন্যতম। ১৯৮৯ সালে দীর্ঘ চল্লিশ বছর পর এই ট্রফি জিতেছিল ব্রাজিল। শিরোপা খরার ওই সময়টাতে কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় থাকলেও তারা কোপা জেতাতে পারেননি। এই টুর্নামেন্টে যেকোনো দলই কঠিন প্রতিপক্ষ হয়ে উঠে। তাই ফেভারিট দলগুলো অনেক চাপে থাকে। ’
ব্রাজিলিয়ান কোচ আরও বলেন, ‘পেরুর বিপক্ষে এই আসরের প্রথম ম্যাচ ঘিরেই আমরা দৃষ্টি রাখছি। অতি উচ্ছ্বাসী না হলেও নিজেদের ওপর আমাদের আস্থা রয়েছে। চূড়ান্ত সাফল্য পেতে হলে প্রতিটি ম্যাচেই ভালো করতে হবে এবং জয়ের ধারাবাহিকতায় থাকতে হবে। তবে কাজটা খুবই কঠিন। ’
দুঙ্গা উল্লেখ করেন, ‘দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আমরা পরিকল্পনা অনুযায়ী এগোতে পারিনি। তাই চূড়ান্ত সাফল্য অর্জন করাও সম্ভব হয়নি। তবে, এখন আমরা আরো এক ধাপ এগিয়ে। দলে বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে খেলা অনেক খেলোয়াড় রয়েছে। এর মধ্যে দু’জন আছে যারা উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো বড় আসরে চূড়ান্ত সাফল্য পেয়েছে। ’
আলাদাভাবে নেইমারের প্রশংসা করতে ভুলেননি দুঙ্গা। ‘নেইমার অসাধারণ এক ফুটবলার। তবে, এককভাবে শুধুমাত্র তার ওপর নির্ভর করলে চলবে না। সে একটু ব্যতিক্রমী খেলোয়াড় এবং দলের অধিনায়ক হিসেবে খুবই ভালো করছে। ’
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএম