ঢাকা: চিলিতে কোপা আমেরিকা মিশনের শুরুতেই হোঁচট খায় হট ফেভারিট আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আলবিসেলেস্তেরা।
সতীর্থদের ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠার আহ্বান জানিয়েছেন মেসি। ‘প্যারাগুয়ের বিপক্ষে ফলাফলটা আমাদের জন্য খুবই হতাশাজনক। ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করাটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে আমরা অনেকটা ঘুমন্ত অবস্থায় ছিলাম। শেষ পর্যন্ত পয়েন্ট খুঁইয়ে এর খেসারত দিতে হয়েছে। ’
আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘পরবর্তী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে সবাইকে অবশ্যই আরো ভালো খেলতে হবে। অন্যথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচটিতে জয়ের বিকল্প নেই। ’
উল্লেখ্য, আর্জেন্টিনা ড্র করলেও ‘বি’ গ্রুপের অপর ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে উরুগুয়ে। বুধবার (১৭ জুন) আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএম