ঢাকা: বিশ্বকাপ-২০১৮ ও এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে রোববার (১৪ জুন) ঢাকায় এসেছে ৩৭ সদস্যের তাজিকিস্তান জাতীয় ফুটবল দল। এর মধ্যে ২৮ জন খেলোয়াড় এবং ৯ জন হচ্ছে কর্মকর্তা।
এর আগে ১১ জুন (বৃহস্পতিবার) বিশ্বকাপ ও এশিয়াকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ।
ক্রুইফের শিষ্যদের মোকাবেলা করবে ‘দ্য ক্রাউন’ খ্যাত তাজিকিস্তান। ফিফা র্যাঙ্কিং তারা ১৩৯তম আর বাংলাদেশের অবস্থান ১৬৬। বোঝাই যাচ্ছে, দলটি আমাদের থেকে বেশ শক্তিশালী।
এ পর্যন্ত বাংলাদেশ ও তাজিকিস্তান ফিফা স্বীকৃত ৬ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তাজিকিস্তান জিতেছে ৪ ম্যাচ, বাংলাদেশ ১টি। ড্র হয়েছে একটি ম্যাচ।
বাংলাদেশ যে ৬ বার তাজিকিস্তানের মুখোমুখি হয়েছে তার চারটিই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। সর্বশেষ ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
এখন দেখার বিষয়, ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। কারণ এ ম্যাচের উপর নির্ভর করছে বিশ্বকাপ নয় এশিয়াকাপে বাংলাদেশ দলের ভাগ্য।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরগিজস্তান। প্রতিটি দল হোম এ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৮টি করে ম্যাচে অংশ নিচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ-২০১৮ ও এশিয়াকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইয়া/আরএম