ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

প্রথমার্ধে ১-১ সমতায় ব্রাজিল-পেরু

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
প্রথমার্ধে ১-১ সমতায় ব্রাজিল-পেরু ছবি : সংগৃহীত

ঢাকা: খেলার তৃতীয় মিনিটে গোল করে ব্রাজিলের মনে যেন পুরোনো ক্ষত নতুন করে দেখিয়ে দিলেন পেরু। কিন্তু না দানিয়েলে আলভেজের অ্যাসিস্টে দৃষ্টিনন্দন এক গোল করে দলকে নির্ভার করেন বার্সা তারকা নেইমার।

পেরুরর হয়ে একমাত্র গোলটি করেন মধ্য মাঠের খেলোয়াড় কিউবা ব্রাবো।

প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোল হয়নি। প্রথমার্ধে নেইমার ও পেরুর পাওলো গুইয়েরোকে একটি করে হলুদ কার্ড দেখিছেন রেফারি।

ফেবারিট হিসেবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে কার্লোস দুঙ্গার শিষ্যরা। এর রেশ কাটতে না কাটতেই ৫ মিনিটের মাথায় দানিয়েল আলভেজের পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

কোপা আমেরিকার ৪৪তম আসরে পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় মাঠে নেমেছে ব্রাজিল।

বিশ্বকাপের পর থেকে ব্রাজিলিয়ান কোচ দুঙ্গার শিষ্যরা কোনো ম্যাচ হারেনি। শেষ ৫টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে শেষ ৫ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে পেরু। আর ৫ বারের মুখোমুখিতে ব্রাজিল ৩ বার জয় পেয়েছে।

তবে, নেইমার বাহিনীকে জমজমাট এ টুর্নামেন্টের মিশন শুরুর আগে শুনতে হচ্ছে গত বিশ্বকাপে স্বাগতিক হওয়ার পরও জার্মানির বিপক্ষে ৭-১ গোলের হতাশার ম্যাচটির গল্প। সে হতাশা কাটিয়ে উঠা সেলেকাওরা নিজেদের পরের দশটি ম্যাচের দশটিতেই জয় পেয়েছে।

এ ম্যাচে নামার আগে সেলেকাওরা পাচ্ছে না মাঝমাঠের ভরসা অস্কার ও লুইস গুস্তাভোকে। দলে নেই রিয়াল মাদ্রিদের তারকা মার্সেলো। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের এ তিন তারকা।

বিশ্বকাপের পর দুঙ্গার অধীনে ব্রাজিল হারিয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, জাপান, চিলি, মেক্সিকো, ফ্রান্সের মতো দলকে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ১৪ জুন ২০১৫
এসএইচ

** ব্রাজিল-পেরুর পাল্টাপাল্টি গোল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।