ঢাকা: জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ ণৈপুণ্যে ইউরো বাছাইপর্বের ম্যাচে দাপুটে জয় পেয়েছে সুইডেন। মন্টেনেগ্রোকে ৩-১ গোলে হারিয়েছে সুইডিশরা।
ঘরের মাঠ ফ্রেন্ডস অ্যারেনাতে প্রথমার্ধের ৩৮ মিনিটে স্ট্রাইকার মার্কাস বার্গের গোলে লিড নেয় সুইডেন। ৪০ ও ৪৪ মিনিটে জোড়া গোল আদায় করে নেন পিএসজি তারকা ইব্রাহিমোভিচ। ফলে, প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সুইডিশরা। তবে, আর গোল হজম না করার পণ নিয়েই যেন মাঠে নামে মন্টেনেগ্রোর ফুটবলাররা। তাই ভিজিটরদের ডিফেন্স ভেঙে ব্যবধান বাড়ানোর কাজটা ইব্রাদের জন্য কঠিনই হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে পেনাল্টি পায় মন্টেনেগ্রো। স্পট কিক থেকে দলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার ডিজান ডেমজানোভিচ। আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময় শেষে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্গ-ইব্রাহিমোভিচরা।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম