ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

ইব্রার জোড়া গোলে সুইডেনের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ইব্রার জোড়া গোলে সুইডেনের জয়

ঢাকা: জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ ণৈপুণ্যে ইউরো বাছাইপর্বের ম্যাচে দাপুটে জয় পেয়েছে সুইডেন। মন্টেনেগ্রোকে ৩-১ গোলে হারিয়েছে সুইডিশরা।

এ জয়ের ফলে সুইডেনের গ্রুপ ‘জি’র দ্বিতীয় স্থানটা অক্ষুন্ন থাকল। এখন পর্যন্ত ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রিয়া।

ঘরের মাঠ ফ্রেন্ডস অ্যারেনাতে প্রথমার্ধের ৩৮ মিনিটে স্ট্রাইকার মার্কাস বার্গের গোলে লিড নেয় সুইডেন। ৪০ ও ৪৪ মিনিটে জোড়া গোল আদায় করে নেন পিএসজি তারকা ইব্রাহিমোভিচ। ফলে, প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সুইডিশরা। তবে, আর গোল হজম না করার পণ নিয়েই যেন মাঠে নামে মন্টেনেগ্রোর ফুটবলাররা। তাই ভিজিটরদের ডিফেন্স ভেঙে ব্যবধান বাড়ানোর কাজটা ইব্রাদের জন্য কঠিনই হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে পেনাল্টি পায় মন্টেনেগ্রো। স্পট কিক থেকে দলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার ডিজান ডেমজানোভিচ। আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময় শেষে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্গ-ইব্রাহিমোভিচরা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।