ঢাকা: কোপা আমেরিকার আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল। জয়ের পর ব্রাজিল অধিনায়ক নেইমার জানান তার অনুভূতির কথা।
বিশ্বকাপের আসরে স্বাগতিক হয়েও জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৭-১ গোলের পরাজয়ের স্বাদ পায় ব্রাজিল। তৃতীয় নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে হারে তারা। এরপর সেলেকাওরা দশ ম্যাচের দশটিতেই জয় তুলে নিয়েছে। কিন্তু বিশ্বমঞ্চের পর এবারই প্রথমবারের মতো মেগা কোনো ইভেন্টে মাঠে লড়ছে কার্লোস দুঙ্গার বদলে যাওয়া ব্রাজিল।
কোপা আমেরিকার আসরে পেরুর বিপক্ষে দগলাস কস্তা আর নেইমারের গোলে ২-১ এ জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচের তিন মিনিটের মাথায় ক্রিস্টিয়ান কিউবার গোলে পেরু এগিয়ে গেলেও দুই মিনিট পর ব্রাজিলকে সমতায় ফেরান দলপতি নেইমার। আর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দগলাস কস্তার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।
ম্যাচ শেষে বার্সেলোনার হয়ে ট্রেবল জেতা নেইমার বলেন, নতুন কোনো বড় আসরের প্রথম ম্যাচে জয় পাওয়াটা আমাদের কঠিন ছিল। বিশ্বকাপের পর মেগা কোনো ইভেন্টে অংশ নিয়ে জয় তুলে নেওয়াটা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছে। আমরা প্রথম ম্যাচে জিতেছি, আর জয়টাই আমাদের লক্ষ্য ছিল।
ব্রাজিলের জার্সি গায়ে ২৩ বছর বয়সী নেইমার পেরুর বিপক্ষে মাঠে নেমে খেলেছেন ৬৪তম ম্যাচ। একটি গোল করার মধ্য দিয়ে দেশের হয়ে তার গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৪৪। নিজের গোল প্রসঙ্গে নেইমার বলেন, আমি সব সময় চাই গোল করার মধ্য দিয়ে রেকর্ড গড়তে। এর জন্য মাঠে কঠিন পরিশ্রম করি। পেরুর বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোল পেতে পারতাম। সে সুযোগ নষ্ট হয়েছে, তবে আশা রাখছি পরের ম্যাচেই আবারো স্কোর করতে পারব।
ব্রাজিল তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়বে। ১৮ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় নেইমার বাহিনী মাঠে নামবে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
এমআর