ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

কিং আর্থারকে মুক্ত করবেন বেকহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
কিং আর্থারকে মুক্ত করবেন বেকহাম ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম ফুটবলের পর অভিনয় জগতে নিজের খ্যাতি ছড়িয়ে দিচ্ছেন। ‘নাইটস অফ দ্য রাউন্ড টেবল: কিং আর্থার’-এ অভিনয় করেছেন সাবেক তারকা এ ইংলিশ ফুটবলার।



রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বেকহাম তার নতুন ছবিতে কাজ করেছেন পরিচালক গাই রিচির সঙ্গে। ইংলিশ তারকা বেকহামের বন্ধু গাই রিচির এটি চতুর্থ ছবি। তিনি বিখ্যাত ছবি ‘শার্লক হোমস’ পরিচালনা করেছিলেন।

‘নাইটস অফ দ্য রাউন্ড টেবল: কিং আর্থার’ ছবিতে ৪০ বছর বয়সী বেকহামকে দেখা যাবে অল্প সময়ের জন্য। মধ্যযুগের ইতিহাস নিয়ে বানানো এ ছবিতে কিং আর্থারকে তুলে ধরা হয়েছে। আর কিং আর্থারকে মুক্ত করার একটি দৃশ্যে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সীর তারকা সাবেক ফুটবলার বেকহামকে।

দেশের জার্সি গায়ে বেকহাম খেলেছেন ১১৫টি ম্যাচ, যেখানে বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে নেমেছেন আরও ৭১৯টি ম্যাচে। ম্যানইউকে ছয়বার প্রিমিয়ার লিগের শিরোপা পাইয়ে দিয়েছেন বেকহাম। আর রিয়ালে থাকা অবস্থায় দলকে পাইয়ে দিয়েছেন লা লিগা, সুপারকোপা ডি স্প্যানার শিরোপা। অভিনয় জগতে তিনি কতটুকু সফল হন সে অপেক্ষায় রয়েছেন বেকহামের সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।