ঢাকা: কোপা আমেরিকার আসরে অংশ নিয়েছে ফেভারিট আর্জেন্টিনা আর ব্রাজিল। নিজ নিজ দেশের হয়ে খেলছেন বার্সেলোনার দুই তারকা লিওনেল মেসি আর নেইমার।
স্প্যানিশ একই ক্লাবে দুই মৌসুম থেকে খেলে চলেছেন মেসি-নেইমার। মাঠের মতো মাঠের বাইরেও দেখা যায় এ জুটির বন্ধুত্ব। ক্লাব পর্যায়ে খেলে এ মৌসুমে দু’জনই পেয়েছেন ট্রেবল শিরোপা জয়ের স্বাদ।
চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে খুব কাছে থেকে দেখছেন নেইমার। ক্লাব সতীর্থ মেসিকে নিয়ে বলতে গিয়ে কোপা আমেরিকার আসরে অংশ নেওয়া চিলিতে অবস্থানরত নেইমার বললেন, এ মৌসুমের ব্যালন ডি’অর মেসি ছাড়া আর অন্য কেউ পাওয়ার যোগ্য না। ২০১৫’র ব্যালন ডি’অর আর্জেন্টাইন তারকার হাতেই দেখতে চান ব্রাজিল সেনসেশন।
মেসি প্রসঙ্গে নেইমার বলেন, মেসি এ মৌসুমে সব কিছুই করেছেন। ব্যালন ডি’অরের পুরস্কার একমাত্র তার হাতেই মানায়। কারণ তিনিই এটি পাওয়ার যোগ্য।
শেষ ছয়বারের চারবার একটানা মেসি ব্যালন ডি’অর জিতেছিলেন। গত দুইবার রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন এ পুরস্কার। এ মৌসুমে রোনালদো ব্যক্তিগতভাবে ৬১টি গোল করেও ক্লাব পর্যায়ে কোনো শিরোপা জেতেন নি। অপরদিকে, বার্সার হয়ে মেসি গোল করেছেন ৫৮টি। ৫৭ ম্যাচ খেলে আর্জেন্টাইন তারকার ঝুলিতে রয়েছে এ মৌসুমের কোপা দেল রে, লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
এমআর