ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

কিংবদন্তিদের ম্যাচে ম্যানইউ ও রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
কিংবদন্তিদের ম্যাচে ম্যানইউ ও রিয়ালের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার রাতে ইউরোপিয়ান চারটি জায়ান্ট দল তাদের সাবেক কিংবদন্তিদের নিয়ে চ্যারিটি ম্যাচের আয়োজন করেছিল। ভিন্ন দুটি ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।

আর ওল্ড ট্রাফোডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবে নামে বায়ার্ন মিউনিখ।

সাবেক তারকাদের এ ম্যাচ দুটি ছিল দারুণ আকর্ষণীয়। বার্নাব্যুর খেলায় রিয়াল ৪-২ গোলে জিতে লিভারপুলের বিপক্ষে। অন্যদিকে বায়ার্নকে একই ব্যবধানে হারায় ম্যানইউ।

টানটান উত্তেজনার ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে খেলার শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাব লিভারপুল। হ্যারি কিওয়েল ও মাইকেল ওয়েন গোল দুটি করেন। ৬০ হাজার দর্শকের সামনে অবশ্য রিয়ালকে ম্যাচে ফিরিয়ে আনেন ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস। এ ব্রাজিলিয়ান ম্যাচের ৪৩ ও ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লস ব্লাঙ্কসদের সমতায় আনেন।

এদিকে জস আমাভিসাক ও ইভান পেরেজ আরো দুটি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। রিয়ালের হয়ে এ ম্যাচে ছিলেন জিনেদিন জিদান।

অন্যদিকে অতিথি হিসেবে খেলতে আসা বায়ার্ন ম্যাচে দুটি গোল করলেও লুইস শাহ, ডিওয়েইট ইয়র্ক, আন্দ্রে কোল ও জেসপার ব্লোমকুইভিস্টের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।