ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিল বিশ্বকাপ জয়ী ফুটবলার জিটোর মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ব্রাজিল বিশ্বকাপ জয়ী ফুটবলার জিটোর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের দু’বারের বিশ্বকাপ জয়ী ফুটবলার হোসে এলি মিরান্ডা জিটো মৃত্যবরণ করেছেন। সোমবার (জুন ১৫) সকালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান না ফেরার দেশে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।

জিটো ব্রাজিলের হয়ে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার ছিলেন। মধ্যমাঠে খেলা এ কিংবদন্তি ৬২ বিশ্বকাপের ফাইনালের আগে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে একটি গোলও করেছিলেন। যেখানে সেলেকাওরা ৩-১ ব্যবধানে জিতে।

জাতীয় দলের হয়ে জিটো ৫২ ম্যাচে তিনটি গোল করেছিলেন। পাশাপাশি সান্তোস ক্লাবের হয়ে তিনি খেলেছিলেন ৭২৭ ম্যাচ। যেখানে ৫৭টি গোলের পাশাপাশি ব্রাজিলের মহাতারকা পেলের সঙ্গে সান্তোসের হয়ে টানা দু’বার কোপ লিবার্টাডোরিস শিরোপা জেতেন।

এদিকে জিটোর এ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান ব্রাজিল দলের অধিনায়ক নেইমার। সান্তোসের এ আইকন ফুটবলারের মৃত্যুর পর বার্সেলোনা তারকা তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘আমার কোন কিছু বলার নাই। আমি শুধু তাকে ধন্যবাদ জানাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।