ঢাকা: ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ ছিল বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের প্রথম পরীক্ষা। সেবার গ্রুপ পর্বেই বাদ পড়ে বাংলাদেশ।
এরপর খণ্ডকালীন কোচ হিসেবে ম্যাচ বাই ম্যাচ দ্বায়িত্ব দিয়ে কোচ হিসেবে তাকে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের দায়িত্ব নেন ক্রুইফ। কিন্তু তার অধীনে বাছাইপর্ব ও এর আগে প্রস্তুতি ম্যাচে হতাশাজনক ফলাফল করেছে বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ৩-১ গোলে কিরগিজস্তানের কাছে পরাজিত ক্রুইফের শিষ্যরা। এই পরাজয়ের পর ক্রুইফের উপর অসন্তুষ্ট স্বয়ং বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
আর সে কারণেই এ ডাচ কোচের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে গুঞ্জন উঠেছে ডি ক্রুইফের বিদায় ঘণ্টা বাজছে এ ম্যাচের পরে!
আগামীকাল (১৬ জুন) ম্যাচের উপর নির্ভর করছে তার ভাগ্য। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন,‘তাজিকিস্তান ম্যাচ নিয়েই বৈঠক হয়েছে। সভাপতি কোচের কাছে জানতে চেয়েছেন তাজিকিস্তানের বিপক্ষে জাতীয় দল কতটুকু প্রস্তুত। ম্যাচের ফলাফল কি হতে পারে? তবে তাজিকিস্তানের বিপক্ষে খেলা শেষে ক্রুইফকে নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের। হয়তো তাকে আর জাতীয় দলের দায়িত্বে নাও রাখা হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে তাজিকিস্তানের বিপক্ষে খেলার ফলাফলের উপর। ’
বাংলাদেশ দলের জন্য আগে থেকেই একটি দুঃসংবাদ ছিল, রক্ষণভাগের অতন্দ্র প্রহরী নাসির উদ্দিন চৌধুরী চোটের কারণে খেলতে পারছেন না। এবার সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম 'ক্রুইফ'।
গত ম্যাচে ক্রুইফ ডাগ আউট থেকে বহিষ্কার হয়েছিলেন। মঙ্গলবার তাজিকিস্তান ম্যাচে তিনি মাঠে থাকতে পারবেন না। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি থাকতে পারবেন বলে জানিয়েছে বাফুফে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, খণ্ডকালীন কোচ হিসেবে ক্রুইফের সাথে বাফুফের চুক্তি ছিল ৩০ জুন পর্যন্ত। আর ১৬ জুনের পরে বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ নেই।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
ইয়া/এমআর