ঢাকা: ব্রাজিলের তরুণ স্ট্রাইকার রবার্তো ফারমিনহো ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। এমনটি জানিয়েছেন তার এজেন্ড রজার উইটম্যান।
সম্প্রতি জার্মান বুন্দেসলিগার দল হোফেনহেইমে দারুণ পারফরম্যান্স করা ফারমিনহোর দিকে নজর পড়ে ইংলিশ জায়ান্ট ম্যানইউ’র। ২৩ বছরের এ তারকা তার বর্তমান ক্লাবের হয়ে ১৫৩ ম্যাচে ৪৯টি গোল করেছেন। সেই সঙ্গে কোপা আমেরিকার আগে প্রস্ততি ম্যাচে তিনি হন্ডুরাসের বিপক্ষে সেলেকাওদের জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন।
২০১৪ সালে ফারমিনহো তার বর্তমান ক্লাব হোফেনহেইমের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, রেড ডেভিলস কোচ লুইস ফন গাল ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়াবে।
এজেন্ড রজার এ প্রসঙ্গে বলেন, ‘আমি একটি কথা নিশ্চিত করে বলতে পারি যে, সে ইংল্যান্ডে যাচ্ছে। ’
এদিকে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও ফারমিনহোর প্রতি আগ্রহ দেখিয়েছে। কারণ দলটির মূল স্ট্রাইকার রাহিম স্টারলিং অল রেডসে খেলার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন।
ফারমিনহো কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন। যেখানে নেইমাররা ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের পর টানা ১১ ম্যাচে অজেয় রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমএমএস