ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

স্বাগতিকদের রুখে দিল মেক্সিকানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
স্বাগতিকদের রুখে দিল মেক্সিকানরা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরে চিলিকে রুখে দিয়েছে মেক্সিকো। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

এ ম্যাচে চিলির হয়ে জোড়া গোল করেছেন আরতুতো ভিদাল আর মেক্সিকোর হয়ে জোড়া গোল করেন মাতিয়াস ভৌসো।

ম্যাচের ২১ মিনিটের মাথায় মেদিনার অ্যাসিস্টে গোল করে মেক্সিকানদের লিড পাইয়ে দেন ভৌসো। তবে, এক মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। চিলির হয়ে সমতাসূচক গোলটি করেন জুভেন্টাসের তারকা ভিদাল। আর স্বাগতিকদের সমতায় ফেরাতে ভিদালকে বল বানিয়ে দেন আরানগুয়েজ।

প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় আবারো লিড নেয় মেক্সিকো। দলের দ্বিতীয় গোলটি করেন জিমিনেজ। এরপরেই জমে উঠে ম্যাচ। ডিফেন্সিভ খেলতে থাকা মেক্সিকানদের ডিফেন্স চিড়ে ম্যাচের ৪২ মিনিটের মাথায় ভারগাসের গোলে ফের সমতায় আসে চিলি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে লিড নেয় স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করেন ভিদাল। তবে, ৬৬ মিনিটে ভৌসোর গোলে সমতায় ফেরে মেক্সিকানরা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল করতে পারে নি দুই দল। ফলে, ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে চিলি আর মেক্সিকো।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।