ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় ম্যাচেও ইকুয়েডরের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
দ্বিতীয় ম্যাচেও ইকুয়েডরের হার ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পায়নি ইকুয়েডর। বলিভিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ২-০ গোলে হারা ইকুয়েডর।

তবে, ৩-০ গোলে পিছিয়ে পড়েও ইকুয়েডরের জয়ের জন্য চেষ্টার কোনো কমতি ছিল না।

ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নেয় বলিভিয়া। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকানদের বিপক্ষে গোলশূন্য ড্র করা বলিভিয়ানদের লিড পাইয়ে দেন অভিজ্ঞ রোনাল্ড রালদেস। ১৮ মিনিটের মাথায় লিড দ্বিগুন করেন স্মেদবার্গ। আর ৪৩ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন মার্সেলো মনেরো।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকা বলিভিয়া দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায় নি। উল্টো ইকুয়েডর প্রতিপক্ষের জালে দু’বার বল পাঠিয়ে সমতায় ফিরতে চেয়েছিল। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বলিভিয়ার গোলরক্ষক রোমেলের অসাধারণ দক্ষতায় পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বলিভিয়া।

ম্যাচের ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইকুয়েডর। পেনাল্টির সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন ভালেন্সিয়া। পুরো ম্যাচে দলকে দারুণভাবে সাহায্য করা বলিভিয়ান গোলরক্ষক রোমেল ভ্যালেন্সিয়ার পেনাল্টি শট রুখে দেন।

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলেই ব্যবধান কমে ইকুয়েডরের। আর ৮১ মিনিটে বোলানোসের গোলে ৩-২ এ ব্যবধান আনে তারা। তবে, শেষ দিকে বলিভিয়ানদের বুকে কাঁপন ধরিয়েও সমতায় ফেরা হয়নি ইকুয়েডরের।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।