ঢাকা: মোহামেডান, ঢাকা মেরিনার, ওয়ারি ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবগুলোর বেঁকে বসার পরও লিগ আয়োজনের চেষ্টা করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। কিন্তু উষা ক্রীড়া চক্রসহ গত মৌসুমের লিগে খেলা ক্লাবগুলো পরে লিগ খেলতে চায়নি।
তাই আপাতত প্রিমিয়ার হকি লিগের সমস্যা সমাধানের কোন সুখবর নেই। অনেকটা থেমেই গেছে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সমস্যা নিরসনের উদ্যোগ। আর লিগ নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই বিদ্রোহী ক্লাবগুলোর। তাই শিগগিরি প্রিমিয়ার হকি লিগ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
প্রথম বৈঠকের পরে আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠকের কথা বলেছিলেন ক্রীড়া উপমন্ত্রী। কিন্তু সেই বৈঠক এখনও হয়নি। ফলে গত মাসের ২৪ থেকে ২৬ মে সর্বশেষ দলবদলের তারিখ তৃতীয় বারের মতো স্থগিত করেছিল হকির প্রিমিয়ার লিগ কমিটি।
ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেরিনার ইয়াংসের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী ক্লাবগুলোর মুখপাত্র হাসান উল্লাহ খান রানা।
সিদ্ধান্ত হওয়ার কথা ছিল ১৪ জুন লিগ কমিটির পরবর্তী বৈঠকে। যার আগেই মন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধানের জন্য একটি বৈঠকে বসার কথা ছিল। কিন্তু কিছুই হয়নি, ফলে লিগ কমিটির সভাও শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। পরবর্তী বৈঠকের কোনো তারিখ দেওয়া হয়নি।
তবে খুব দ্রুত এ সমস্যা সমাধান হবে বলে আশা করা যাচ্ছে না। ওদিকে হকি খেলোয়াড়দের আয়ের মূল খাত লিগ না হওয়ার ফলে বেশ বিপাকে আছে তারাও। কবে নাগাদ এ সমস্যা সামাধান হবে তা কেউই বলতে পারছেন না।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
ইয়া/এমআর