ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

যেকোনো মূল্যেই জয় চাই: আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
যেকোনো মূল্যেই জয় চাই: আর্জেন্টাইন কোচ

ঢাকা: কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে আর্জেন্টিনা। এ ম্যাচটিকে একই সঙ্গে আর্জেন্টাইনদের ‘সেরা এবং বাজে’ খেলা হিসেবে দেখছেন দলটির কোচ জেরার্ড টাটা মার্টিনো।

তবে, পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে যেকোনো মূল্যেই হোক জয় পেতে চান আর্জেন্টাইন এ কোচ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে লড়তে হবে লিওনেল মেসির দলকে। ১৭ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথম এক ঘণ্টা ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। প্যারাগুয়ে এক গোল শোধ করার পর মার্টিনো মাঠে নামান গঞ্জালো হিগুয়েন, কার্লোস তেভেজ আর লুকাস বিগলিয়াকে। আরও আগেই কেনো তাদের নামানো হল না, এটি নিয়ে সমালোচনার মুখে পড়েন মার্টিনো।

সমালোচকদের জবাব দিতে আর্জেন্টাইন কোচ জানান, আমি আবারো এমন সিদ্ধান্ত নেবো কি না, তা জানতে চায় অনেকে। তাদের এ প্রশ্নের উত্তর দেওয়া আসলেই কষ্টকর। আপনি এক মুহূর্ত সময় পান এসব সিদ্ধান্ত নেওয়ার। সবাইকে পরিষ্কার জানিয়ে দিতে চাই আমি ম্যাচে ঝুঁকি নিতে প্রস্তুত।

তিন তারকাকে পরে মাঠে নামানো প্রসঙ্গে তিনি বলেন, যখন ম্যাচে আপনি সুবিধাজনক অবস্থানে থাকবেন, তখনও আপনাকে ঝুঁকি নিতে হবে। তেভেজ, হিগুয়েন আর বিগলিয়ার গুনগত মান আমার জানা আছে। ম্যাচটি যেন আমাদের পক্ষেই যায়, সে লক্ষ্য নিয়ে আমি তাদের সে সময় মাঠে নামিয়েছি।

তিনি আরও যোগ করেন, ম্যাচের প্রথমার্ধ আমরা শুধু ভালো না, অনেক ভালো খেলেছি। আমার কাছে মনে হয়েছে প্রথমার্ধে আমার শিষ্যরা সেরা ফুটবল খেলেছে, তবে দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় বাজে ফুটবল খেলেছে তারা। আমি আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ম্যাচের প্রায় একঘণ্টা তাদের ভালো খেলতে দেখেছি। আমরা ম্যাচটি ৫-২ অথবা ৫-৩ গোলে জিততে পারতাম।

উরুগুয়ের বিপক্ষে যেকোনো মূল্যেই জয় চান আর্জেন্টাইন এ কোচ। বার্সেলোনার সাবেক কোচ জানান, প্রতিবেশী দেশ হওয়ায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিকে আমি ‘ক্লাসিকো’ ম্যাচ হিসেবেই দেখছি। আমাদের জন্য এটা মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা এ ম্যাচে জয় চাই। তাদের স্কোয়াডে দিয়েগো ফোরলান আর লুইস সুয়ারেজ না থাকায় এটি আমাদের জন্য ভালো। তবে, মাঝমাঠে তারা যেভাবে বল দখলে এগিয়ে থাকে, তাতে ম্যাচটি জমবে বলেই আমার বিশ্বাস।

এ ম্যাচের আগে গ্রুপ ‘বি’ তে শীর্ষে রয়েছে উরুগুয়ে। জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পূর্ণ তিন পয়েন্ট পাওয়া উরুগুয়াইনদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দুই নম্বরে আর্জেন্টাইনরা।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।