ঢাকা: কোপা আমেরিকার আসরে নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। এ ম্যাচের আগে দলটির সেরা তারকা জেমস রদ্রিগেজ ব্রাজিল অধিনায়ক নেইমারকে ‘অবিশ্বাস্য স্তরের ফুটবলার’ বলে প্রশংসা করলেও জানালেন, পরের ম্যাচে নেইমার বাহিনীকে রুখে দিতে তারা প্রস্তুত।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ট্রেবল জিতে কোপা আমেরিকার মিশনে নেমেছেন ব্রাজিল অধিনায়ক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুকে হারিয়ে জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। গোল পেয়েছেন নেইমারও। বার্সার এ তারকাকে সেলেকাওদের সেরা তারকা বলে জানান রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রদ্রিগেজ।
সেলেকাওদের দলপতি প্রসঙ্গে ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা রদ্রিগেজ বলেন, নেইমারের খেলার ধরন অবিশ্বাস্য। সে অন্য স্তরের ফুটবলার। আমাদের আসর থেকে ছিটকে দিতে নেইমার ম্যাচের গতিপথ পাল্টে দিতে সক্ষম। তারা কলম্বিয়াকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চায়। তবে, আমরা নেইমারের দলটিকে রুখে দিতে প্রস্তুত রয়েছি।
নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে হেরেছে রদ্রিগেজের কলম্বিয়া। কোপা আমেরিকার মিশনে পরাজয় নিয়ে শুরু করা রিয়াল তারকা যোগ করেন, ফুটবলে সবসময় ভালো ও খারাপ সময় থাকে। আপনি একটি ম্যাচে ভালো খেলে জিততেও পারেন আবার হেরেও যেতে পারেন। আমরা নিজেদের সেরা গতি দিয়েই খেলা চালিয়ে যাব। পরের ম্যাচেও আমাদের একই মানসিকতা থাকবে। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত আমরা।
শুধু ম্যাচ জয়ের পরই সমর্থকদের পাশে চান না রদ্রিগেজ। কোনো ম্যাচে হেরে গেলেও সমানভাবে সমর্থকদের নিজেদের পাশে চান জানান রিয়াল তারকা।
গত বিশ্বকাপের আসরে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় কলম্বিয়া। বিশ্বকাপের পর মেগা এ ইভেন্টে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় তারা। সেই সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকতে নেইমার বাহিনীকে হারাতে প্রস্তুত রদ্রিগেজের কলম্বিয়া।
‘সি’ গ্রুপে থাকা এ দুই দল ১৮ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
এমআর