ঢাকা: বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ বনাম তাজিকিস্তান ফুটবল দল। বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে।
এ ম্যাচে বাংলাদেশ দলে বেশ কিছু খেলোয়াড় পরিবর্ত হয়েছে। ইয়ামনি মুন্নর স্থানে রায়হান হাসান, এনামুলের স্থানে জুয়েল রানা ও নাসির চৌধুরির যায়গায় খেলবেন নাসিরুল ইসলাম নাসির।
এ পর্যন্ত বাংলাদেশ ও তাজিকিস্তান ফিফা স্বীকৃত ৬ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তাজিকিস্তান জিতেছে ৪ ম্যাচ, বাংলাদেশ ১টি। ড্র হয়েছে একটি ম্যাচ। ৬ ম্যাচের চারটিই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। সর্বশেষ ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে তাজিকদের অবস্থান ১৩৯তম আর বাংলাদেশের অবস্থান ১৬৬। এখন দেখার বিষয়, ‘দ্য ক্রাউন’ খ্যাত তাজিকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ পরে ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে পারে কিনা মামুনুলরা। কারণ এ ম্যাচের উপর নির্ভর করছে বিশ্বকাপ ও এশিয়াকাপে বাংলাদেশ দলের ভাগ্য।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ইয়া/এমএমএস