ঢাকা: মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের নিজেদের দ্বিতীয় মাচে তাজিকিস্তানের বিপক্ষে 'আক্ষেপ' নিয়েই মাঠ ছাড়ে ক্রুইফ বাহিনী। শুরু থেকেই আক্রমণাত্ব ভাবে খেলতে থাকে বাংলাদেশ।
প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতেই পেয়ে যায় গোলের দেখা। বাংলাদেশের পক্ষে গোল করেন জাহিদ হাসান এমিলি(১-০)। কিন্তু খেলার শেষ সময়ে ফ্রি কিক থেকে গোল করে তাজিকিস্তান। তাজিকদের হয়ে গোল করেন মিডফিল্ডার ফাতলো(১-১)। ফলে সেই সেট পিস থেকে গোল খেয়ে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের তিন মিনিটের সময় সহজ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। এ সময় জামাল ভূইয়ার কাছে থেকে বল পেয়ে হেড করেন বাংলাদেশ দলের তরুন তুর্কি জুয়েল রানা। কিন্তু তার বল বার ছুঁয়ে চলে যায় মাঠের বাইরে।
২৩ মিনিটে হেমন্ত ভিনসেন্টকে বাজে ভাবে ফেলে দেয় তাজিকিস্তানের রক্ষণভাগের খেলোয়াড়। ফলে ডি বক্সের ঠিক বাইরে বিপদজনক স্থানে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেয়। জাহিদ হাসান এমিলির শট বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। আবারও ব্যর্থ হয় লাল-সবুজের জার্সিধারীরা।
এরপর আশা জেগেছে বহুবার। ২৭ মিনিটে রায়হান হাসানের দুবল হেড খুজে পায়নি জালের ঠিকানা। আর ৩২ মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে একে একে গোলের চেষ্টা করেন এমিলি, নাসিরুল ইসলাম ও জুয়েল রানা। কিন্তু প্রথমার্ধ জুড়ে ভালো খেলেও গোলের দেখা পায়নি ক্রুইফের শিষ্যরা।
৩৬ মিনিটে সুযোগ আসে তাজিকদের। ফাতকুলু উড়ন্ত বলে মাথা ছোঁয়ালেই গোল পেতে পারতো তাজিক ফরোয়ার্ড জালিলভ। কিন্তু সে মাথা ছোঁয়াতে ব্যর্থ হয়।
প্রথামার্ধের খেলা শেষে গোল শূন্য ভাবেই মাঠ ছাড়ে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) ডি বক্সের বাইরে থেকে মামুনুল ইসলামের ফ্রি কিকে মাথা ছুইয়ে হেমন্ত, চলতি বলেই পা ছুইয়ে গোল করেন জাহিদ হাসান এমিলি (১-০)।
৬৭ মিনিটে মাঝ মাঠে হেমন্তকে ফাউল করেন প্রতিপক্ষ ডিফেন্ডার আসরভ সিয়ভোস। ফলে রেফারী হলুদ কার্ড দেখান দেখান। প্রথমার্ধে আরেকটি হলুদ কার্ড থাকার ফলে দুটি হলুদ কার্ড লাল কার্ডে পরিণত হয়। ফলে দশজনের দলে পরিণত হয় তাজিকিস্তান।
৬৯ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এ সময় বাম প্রান্ত থেকে জুয়েল রানা ক্রস দেয় বক্সে থাকা এমিলি, কিন্তু তার হেড বারের উপর দিয়ে বাইরে চলে যায়।
তবে শেষ সময়ে সেই সেটপিস থেকে ব্যবধান কমায় তাজিকরা। ৮৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তাজিকিস্তানের মিডফিল্ডার ফাতুলোয়েভ ফাতলো (১-১)।
শেষ সময়ে বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও গোল পায়নি বাংলাদেশ। তাই নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ইয়া/এমএমএস
** সমতায় ফিরলো তাজিকিস্তান
** এমিলির গোলে বাংলাদেশের লিড
** প্রথমার্ধ শেষে গোল শূন্য দুই দল
** বাংলাদেশ-তাজিকিস্তান ম্যাচ শুরু