ঢাকা: অনেকদিন পরে বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখে মুগ্ধ মাঠে আগত দর্শকরা। একে তো ফুটবলে দর্শক খরা আছে।
'আসলে ১০০% পরেও ১% থেকে যায়। যে খেলাটা আমরা খেলতে পারিনি। ভাগ্যটাও সহায় ছিল না। তবে পুরো দলটি ভালো খেলেছে। বিশেষ করে বলতে গেলে জুয়েল রানা বেশ খেলেছে। ' কথাগুলো বলছিলেন বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ সাইফুর বারী টিটু।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না বাংলাদেশ দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ। কারণ গতম্যাচে বহিষ্কার হয়েছিলেন তিনি। তাই ম্যাচ ও ম্যাচ পরর্বতী কোন কার্যক্রমে ক্রুইফ উপস্থিত ছিলেন না।
গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, হোম ম্যাচ নিয়েই তো বাংলাদেশ দলের পয়েন্ট সংগ্রহের পরিকল্পনা ছিল। কিন্তু তা সম্ভব হল না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হাঁ, সম্ভব হয়নি। আগের ম্যাচে তো তেমন কোন সুযোগই পায়নি (কিরগিজস্তানের বিপক্ষে)। এ ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়তে পারিনি। '
এ ম্যাচে বাংলাদেশ দলের উল্লেখযোগ্য দিক বলতে তিনি মনে করেন, 'খেলোয়াড়রা নিজেদের উজাড় করে খেলেছে। নিজেদের মাটিতে ভালো খেলার একটি প্রত্যয় ছিল তাদের মাঝে। ভাগ্যটা সহায় ছিল না। অন্যথায় হাসি মুখেই মাঠ ছাড়তে পারতাম। '
তবে কোচ মনে করেন কিরগিজস্তান দলের থেকে তাজিকিস্তান দলটি একটু দুর্বল। আর পরবর্তী দুই প্রতিপক্ষ জর্ডান ও অষ্ট্রেলিয়া দল সম্পর্কে কোচের সহজ উত্তর, 'দেখুন কিরগিজস্তান ও তাজিকিস্তানের মতো দলের সাথে পেরে উঠাই কঠিন আমাদের জন্য। আর অষ্ট্রেলিয়া ও জর্ডান তো অনেক শক্তিশালী দল। '
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ইয়া/এমএমএস