সিলেট: বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী দুই বছর (২০১৫-১৭) দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (১৬ জুন) সিলেট জেলা ক্রীড়া ভবনে সমিতির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনে এই কমিটি গঠন করা হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের স্পোর্টস রিপোর্টার বদরুদ্দোজা বদর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উত্তরপূর্বের স্পোর্টস এডিটর মামুন খান।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক মানবজমিন সিলেট’র স্পোর্টস রিপোর্টার মান্না চৌধুরী, যুগ্ম সম্পাদক দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার আহবাব মোস্তফা খান এবং দৈনিক সিলেট সংলাপের স্পোর্টস রিপোর্টার হাসান মো. শামীম কোষাধ্যক্ষ হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র রিপোর্টার মানব চ্যাটার্জি, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, সিলেট বেতারের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, ফ্রিল্যান্স ক্রীড়ালেখক মাহবুবুল আলম ছাদেক এবং সিলেটভিউ২৪ডটকমের রিপোর্টার রফিকুল ইসলাম কামাল নির্বাচিত হয়েছেন।
এর আগে সমিতির বিদায়ী সভাপতি মানব চ্যাটার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না চৌধুরীর পরিচালনায় সভায় ক্রীড়ালেখক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বদরুদ্দোজা বদর, সাবেক সভাপতি আব্দুর রশিদ রেনু, সাবেক সহ-সভাপতি চয়ন চৌধুরী, বিদায়ী সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাকি, কোষাধ্যক্ষ মামুন খান, কার্যনির্বাহী সদস্য আহবাব মোস্তফা খান, সদস্য হাসান মো. শামীম, মাহবুবুল আলম ছাদেক, রফিকুল ইসলাম কামাল, মোস্তাফিজ রুমান বক্তব্য দেন।
১৯৬২ সালে যাত্রা করে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। আর সিলেটে ক্রীড়ালেখক সমিতির গঠন করা ১৯৭৮ সালে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এনইউ/এমএ