ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

অভিযোগের অন্ত নেই তাজিক কোচের!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
অভিযোগের অন্ত নেই তাজিক কোচের! ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ ও এশিয়াকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে বাংলাদেশে এসে 'নতুন পৃথিবী' র সন্ধান পেলেন তাজিকিস্তানে কোচ মুখসিন মুখামাদিয়েভ। ঢাকা সফরের পুরো সময়ের অর্ধেকটা তিনি ট্রাফিক জ্যামেই বসে কাটালেন বলে জানিয়েছে।

তাছাড়া ম্যাচে রেফারিংয়ের নিম্ন মানের দিকেও আঙুল তুলেছেন মুখসিন।

তিনি মনে করেন রেফারি সঠিক সিদ্ধান্ত দেয়নি। এমনকি যে ফ্রিক থেকে গোল পেয়েছে তাও ঠিক ছিলনা বলে মনে করেন তিনি। 'বাংলাদেশ যে ফ্রি কিক থেকে গোল পেয়েছে তা ঠিক ছিল না। আমাদের খেলোয়াড়রা চোখে আঘাতপ্রাপ্ত হলেও রেফারি এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরেও আমরা খেলেছি এবং ম্যাচ পরাজিত হয়নি। ’

তিনি আরো বলেন, 'এখানে কিছুই সহজ নয়। এ দেশে যারাই খেলতে আসবে তারাই ভুক্তভুগী হবে। '

তবে ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স নিয়েও খুশী নন তিনি। 'ম্যাচে একাধিক সুযোগ হাতছাড়া করে খেলোয়াড়রা। প্রধমার্ধ ও দ্বিতীয়ার্ধে ডি বক্সের মধ্যে বল পেয়েও গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়েছে। তারপরেও শেষ সময়ে লড়াই করেছে দলটি। যার ফলে ড্র করে মাঠ ছেড়েছে, এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে কিছু সমস্যা মধ্যে দিয়েই খেলেছি। আশা করি সামনের দিকে তা কাটিয়ে উঠতে পারবো। '
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।