ঢাকা: মঙ্গলবার (১৬ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-তাজিকিস্তান এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের আগে ব্যাবের কো-অর্ডিনেটর নুরুল ফজল বুলবুল এক কোটি টাকার চেক তুলে দেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের হাতে।
ফুটবলের উন্নয়নে এ মাসে ২০ কোটি টাকা সহযোগিতা পাওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
এই অর্থ ব্যয় হবে জাতীয় দলের ফুটবলারদের জন্য। তাদের জন্য থাকবে নির্দিষ্ট বেতন কাঠামো। পাশাপাশি একাডেমিগুলোতে উন্নত কোচিং সুবিধাসহ ফুটবলারদের জন্য নিশ্চিত করা হবে সব ধরনের সুবিধা। জাতীয় দলের কোচের বেতনও দেয়া হবে এখান থেকে।
দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো থেকে পাওয়া এই অর্থের একটি বড় অংশই ব্যয় করা হবে জাতীয় দলের জন্য। শুধুমাত্র এই বছরের জন্যই নয়, ফুটবলের উন্নয়নে ভবিষ্যতেও সাহায্য করবে বলে ব্যাব জানায়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ইয়া/আরএম