ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

বাফুফেকে আরও এক কোটি টাকা দিল ব্যাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বাফুফেকে আরও এক কোটি টাকা দিল ব্যাব ছবি : সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার (১৬ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-তাজিকিস্তান এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের আগে ব্যাবের কো-অর্ডিনেটর নুরুল ফজল বুলবুল এক কোটি টাকার চেক তুলে দেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের হাতে।

ফুটবলের উন্নয়নে এ মাসে ২০ কোটি টাকা সহযোগিতা পাওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

এর মধ্যে ১৪ কোটি টাকা দেবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ব্যাব)। এর আগে গত  ৩ জুন  ব্যাব দুই কোটি টাকা দিয়েছিল বাফুফেকে।

এই অর্থ ব্যয় হবে জাতীয় দলের ফুটবলারদের জন্য। তাদের জন্য থাকবে নির্দিষ্ট বেতন কাঠামো। পাশাপাশি একাডেমিগুলোতে উন্নত কোচিং সুবিধাসহ ফুটবলারদের জন্য নিশ্চিত করা হবে সব ধরনের সুবিধা। জাতীয় দলের কোচের বেতনও দেয়া হবে এখান থেকে।

দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো থেকে পাওয়া এই অর্থের একটি বড় অংশই ব্যয় করা হবে জাতীয় দলের জন্য। শুধুমাত্র এই বছরের জন্যই নয়, ফুটবলের উন্নয়নে ভবিষ্যতেও সাহায্য করবে বলে ব্যাব জানায়।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।