ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

বাফুফে লটারির পুরস্কার বিতরণ বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বাফুফে লটারির পুরস্কার বিতরণ বুধবার

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কার্যনির্বাহী কমিটি উদীয়মান ও প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টিসহ ফুটবলের পুনঃজাগরণ ও দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্যয়ভার নির্বাহের লক্ষ্যে বাফুফে তহবিল সংগ্রহের জন্য লটারির টিকেট বিক্রয় কার্যক্রম গত বছরের ১০ নবেম্বর থেকে শুরু হয়েছে, যা গত ৯ ফেব্রুয়ারি শেষ হয় এবং ওই লটারির ‘ড্র’ গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।



লটারীর পুরস্কার প্রদান অনুষ্ঠান বুধবার দুপুর ১টায় মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
‌ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।